×

মধ্যপ্রাচ্য

লিউকেমিয়া আক্রান্ত আসাদের স্ত্রী, বাঁচা-মরার সম্ভাবনা ৫০-৫০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম

লিউকেমিয়া আক্রান্ত আসাদের স্ত্রী, বাঁচা-মরার সম্ভাবনা ৫০-৫০

ছবি : সংগৃহীত

   

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আসাদ বর্তমানে লিউকেমিয়ায় আক্রান্ত। চিকিৎসকদের মতে, এই দুরারোগ্য ব্যাধি থেকে তার বেঁচে ওঠার সম্ভাবনা মাত্র ৫০ শতাংশ। আবর নিউজ জানায়, বুধবার (২৫ ডিসেম্বর) ডেইলি টেলিগ্রাফের বরাতে এ তথ্য প্রকাশিত হয়।  

মাত্র দুই সপ্তাহ আগে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। উত্তর-পূর্ব সিরিয়া থেকে শুরু হওয়া এইচটিএস-এর নেতৃত্বাধীন আক্রমণ অল্প সময়ের মধ্যে সারাদেশে ছড়িয়ে পড়ে। এ বিদ্রোহ আসাদ পরিবারের ৫০ বছরের শাসনের অবসান ঘটায়। বর্তমান পরিস্থিতিতে আসাদ ও তার পরিবার রাশিয়ায় পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।  

ক্ষমতা নেয়ার পর এইচটিএস সিরিয়ার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার ও স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে।  

রাশিয়ায় অবস্থানকালে আসমা আসাদকে সংক্রমণ থেকে রক্ষার জন্য তার পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা রাখা হয়েছে। এই পৃথক অবস্থান নিয়ে কিছু গণমাধ্যম দাবি করেছে, আসমা আসাদ ডিভোর্স চাইছেন। তবে ক্রেমলিন এ খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।  

আসমা আসাদের চিকিৎসার দায়িত্ব বর্তমানে তার বাবা ফাওয়াজ আখরাসের ওপর। ব্রিটিশ বংশোদ্ভূত ফাওয়াজ একজন কার্ডিওলজিস্ট এবং মেয়ের সার্বিক চিকিৎসা ও যত্নে নিয়োজিত রয়েছেন।  

গত মে মাসে আসমা অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ায় আক্রান্ত হন। এর আগে তিনি স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই করে ২০১৯ সালে সুস্থ হন। তবে এবারের অসুস্থতা তাকে আরো জটিল অবস্থার মধ্যে ফেলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App