জরুরি ত্রাণ নিয়ে সিরিয়ায় সৌদি বিমান

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১২:৩৪ পিএম

সিরিয়ার সব অঞ্চলের অভাবীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। ছবি : সংগৃহীত
সিরিয়ায় জরুরি ত্রাণ নিয়ে বুধবার (১ জানুয়ারি) সৌদি আরবের দুটি বিমান দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
দেশটিতে নিয়মিত ত্রাণ সরবরাহের জন্য এই বিশেষ বিমান চালু করেছে সৌদি। বছরের পর বছর গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটির পুনর্গঠনের জন্য নতুন নেতৃত্বে প্রচেষ্টাকে সমর্থন জানিয়ে সৌদি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদমাধ্যম আরব নিউজকে এ তথ্য জানিয়েছে সৌদি সহায়তা সংস্থা কেএসরিলিফ। দামেস্ক বিমানবন্দরে অবতরণ সৌদির বিমানে সিরিয়ার জনগণকে কঠিন পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করার জন্য খাদ্য, আশ্রয়সামগ্রী এবং চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে।
কেএসরিলিফের সুপারভাইজার জেনারেল ড. আব্দুল্লাহ আল-রাবিয়াহ বলেছেন, বুধবার চালু করা এ বিমান সিরিয়ার জনগণকে জরুরি ত্রাণ সহায়তার জন্য আগামী দিনে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
আরো পড়ুন : চার বছর পর সিরিয়ায় নির্বাচন: আহমেদ আল-শারা
তিনি বলেন, বিশ্বব্যাপী অসহায়দের সহায়তা করার জন্য সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ। সংকটে থাকা দেশগুলোকে সহায়তা করতে তাদের এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
২০১১ সালে সিরিয়ায় সংকট শুরু হওয়ার পর থেকে সৌদি আরবের ধারাবাহিক সমর্থন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মানবিক প্রচেষ্টার উল্লেখযোগ্য ভূমিকাও তুলে ধরেন আল-রাবিয়াহ।
তিনি আরো বলেন, কেএসরিলিফেরএর মাধ্যমে সৌদি আরব ক্রমাগতভাবে বাস্তুচ্যুত সিরিয়ার নগরিক, প্রতিবেশী দেশগুলোর শরণার্থীদের এবং ২০২৩ সালের ফেব্রুয়ারিতে উত্তর সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছে।
সিরিয়ায় সৌদি দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আবদুল্লাহ আল-হারিস ত্রাণবাহী বিমানটিকে স্বাগত জানান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিরিয়ায় নিয়োজিত আরব রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট মোহাম্মদ হাজেম বাকলেহ এবং একাধিক গণমাধ্যম প্রতিনিধি।
আল-হারিস জোর দিয়ে বলেন, এই সহায়তা সৌদি আরবের চলমান মানবিক সহায়তার অংশ। সিরিয়ার সঙ্কট মোকাবেলায় এটি ভূমিকা রাখবে বলে তার আশা।
মানবিক সহায়তার জন্য সৌদি আরবের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিরিয়ায় নিয়োজিত আরব রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট মোহাম্মদ হাজেম বাকলেহ।
তিনি জানিয়েছেন, কোনো রকম বৈষম্য ছাড়াই সিরিয়ার সব অঞ্চলের অভাবীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।