×

মধ্যপ্রাচ্য

সিরিয়ায় প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক কেন্দ্রে ইসরায়েলের বিমান হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:২৬ পিএম

সিরিয়ায় প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক কেন্দ্রে ইসরায়েলের বিমান হামলা

হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়। ছবি : সংগৃহীত

   

সিরিয়ার প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) গভীর রাতে এই হামলা চালায় বর্বর ইসরায়েল বাহিনী। গত মাসে দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদের উৎখাতের পর এটি সর্বশেষ হামলা।

শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।

শাম এফএম রেডিও স্টেশনের মতে, আলেপ্পোর কাছাকাছি আল-সাফিরাহ শহরের কাছে একটি প্রতিরক্ষা কেন্দ্র এবং একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে হামলা হয়েছে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়।

আল-সাফিরাহ এলাকার একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেছেন, তারা প্রতিরক্ষা কারখানায় আঘাত করেছে, পাঁচটি হামলা খুবই শক্তিশালী ছিল। এই হামলায় মাটি কেঁপে উঠে, দরজা এবং জানালা ভেঙে পড়ে। এটা এতো বড় শক্তিশালী আঘাত ছিল, তাতে রাতকে দিন মনে হচ্ছিল।

আইডিএফ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন : গাজায় ইসরায়েলি বর্বরতায় আরো ৭১ ফিলিস্তিনি নিহত

ইসলামপন্থি নেতৃত্বাধীন বিদ্রোহীরা ডিসেম্বরের শুরুতে আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে, সিরিয়ার সামরিক সম্পদের ওপর শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের লক্ষ্য সিরিয়ার সামরিক অস্ত্রগুলো শত্রুদের হাতে পড়া থেকে রোধ করা। ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে, রাসায়নিক অস্ত্রের স্থাপনা, ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা এবং বিমান বাহিনী ও নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবকাঠামো।

এরইমধ্যে ইসরায়েলি হামলার বন্ধের বিষয়ে বক্তব্য দিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল-জোলানি।  

গত মাসে জোলানি বলেছিলেন, সিরিয়ায় বিমান হামলা চালানোর জন্য ইসরায়েলের আর কোনো অজুহাত থাকতে পারে না। তার ভাষ্য, সিরিয়ার মাটিতে আইডিএফের হামলা লাল রেখা অতিক্রম করেছে এবং এই অঞ্চলে একটি অযৌক্তিক বৃদ্ধির হুমকি দিয়েছে।

এছাড়া আল-শারা বলেছেন, নতুন সিরিয়ান সরকার ইসরায়েলকে হুমকি দিতে বা ইরানকে সিরিয়ায় নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করার অনুমতি দেবে না।

তিনি বলেছেন, সিরিয়া বছরের গৃহযুদ্ধের দ্বারা ক্লান্ত হয়ে পড়েছে এবং বর্তমানে নতুন করে কোনো সংঘাতে টেনে আনা হবে না যা আরো ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। বরং সিরিয়া পুনর্গঠন এবং স্থিতিশীলতার দিকে মনোনিবেশ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App