×

মধ্যপ্রাচ্য

অ্যাম্বুলেন্সে পশ্চিমতীর গিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম

অ্যাম্বুলেন্সে পশ্চিমতীর গিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েল

শিবিরে অবস্থানরত শরণার্থীদের ওপর বর্বর হামলা চালায় ইসরায়েল সেনারা। ছবি : সংগৃহীত

   

চিকিৎসকের ছদ্মবেশে পশ্চিমতীরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে প্রবেশ করে বাসিন্দাদের ওপর নৃশংস হামলা চালাচ্ছে বর্বর ইসরায়েলি সৈন্যরা। সম্প্রতি এমন একটি ভিডিও ফুটেজ সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি শেয়ার করা একটি ভিডিওতে দেখানো হয়েছে, দুই সপ্তাহ আগে উত্তর পশ্চিমতীরের বালাতা ক্যাম্পে একটি অ্যাম্বুলেন্স নিয়ে প্যারামেডিকদের ছদ্মবেশে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। তারপর শিবিরে অবস্থানরত শরণার্থীদের ওপর বর্বর হামলা চালায় তারা।

গত ১৯ ডিসেম্বর নাবলুস শহরের পূর্বে অবস্থিত বালাতা ক্যাম্পে ওই হামলার ঘটনার ফলে নারীসহ দুই ফিলিস্তিনি নিহত এবং চারজন আহত হয়েছেন। খবর মেহের নিউজের।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৮০ বছর বয়সী হালিমেহ সালেহ আওয়াইল নামে এক বৃদ্ধা বুকে এবং পায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এতে ২৫ বছর বয়সী কাসি হামিদ সরৌজি নামে এক যুবকও মাথায় গুরুতর আঘাতের কারণে মারা গেছেন।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) অনুসারে, একজন ৬৫ বছর বয়সী ব্যক্তি এবং আরো দুই যুবকও ইসরায়েলিদের গুলিতে আহত হয়েছেন।

আরো পড়ুন : অবশেষে ৩৪ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস

সন্ত্রাসী হামলায় ইসরায়েলি দখলদাররা নিজেরা অ্যাম্বুলেন্সে করে আসলেও ফিলিস্তিনিদের ওপর গুলি করার পর ঘটনাস্থলে ফিলিস্তিনিদের উদ্ধারে আসা অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীদের প্রবেশে বাধা দিয়েছে।

পিআরসিএস আরো জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর ছোড়া বুলেট থেকে মুখে আঘাত পেয়েছেন আরেক যুবক।২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ করে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 

ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও।

ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরায়েলি নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। 

জাতিসংঘের তথ্য মতে, ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে।

দখলদার দেশটির নিরলস হামলা এখন পর্যন্ত ৪৫ হাজার ৮০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ নয় হাজার ৬৪ জন।

গাজায় ক্রমবর্ধমান মৃতের সংখ্যা নিয়ে ব্যাপক সমালোচনা উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অফিস ছাড়ার মাত্র দুই সপ্তাহ আগে ইসরায়েলের কাছে আট বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব করেছেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ নিশ্চিত করেছেন, গাজায় জিম্মিদের ফিরিয়ে আনার জন্য কাতারে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App