লেবাননের নতুন প্রেসিডেন্ট কে এই জোসেফ?

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১০:৩১ পিএম

ছবি : সংগৃহীত
দীর্ঘ আড়াই বছরের অচলাবস্থার অবসান ঘটিয়ে লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সেনাপ্রধান জোসেফ আউন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পার্লামেন্টে অনুষ্ঠিত দ্বিতীয় দফা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।
দীর্ঘ শূন্যতার অবসান
২০২২ সালের অক্টোবরে সাবেক প্রেসিডেন্ট মিশেল আউনের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই লেবাননের প্রেসিডেন্ট পদ শূন্য ছিল। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য পার্লামেন্টে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ৮৬ ভোট নিশ্চিত করা জরুরি ছিল।
প্রথম দফার ভোটাভুটিতে ৭১টি ভোট পেলেও প্রয়োজনীয় সংখ্যক ভোটের অভাবে নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। দ্বিতীয় দফায় ৯৯টি ভোট পেয়ে জোসেফ আউন লেবাননের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
ভোটাভুটির পরিবেশ
লেবাননের ১২৮ সদস্যের পার্লামেন্টে অনুষ্ঠিত এই ভোটাভুটিতে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলো ছাড়াও আন্তর্জাতিক কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইরান, কাতার, মিশর এবং চীনের রাষ্ট্রদূতদের উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য।
জোসেফ আউনের সামরিক ও রাজনৈতিক জীবন
জোসেফ আউন ২০১৭ সাল থেকে লেবাননের সশস্ত্রবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার সামরিক ক্যারিয়ার শুরু হয় ১৯৮৩ সালে, এবং ২০১৩ সালে তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হন। পরে ২০১৭ সালে জেনারেল পদে উন্নীত হয়ে সেনাবাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত হন।
তার নেতৃত্বে লেবানন ২০১৭ সালের ‘ডন অফ দ্য আউটস্কার্টস’ অভিযানে সন্ত্রাসীদের বিরুদ্ধে সফলভাবে লড়াই করে। এছাড়া ২০১৯ সালের অক্টোবরের প্রতিবাদ এবং ২০২৩ সালের ইসরায়েলের সঙ্গে সংঘাতকালীন পরিস্থিতিতেও তিনি সেনাবাহিনীকে নেতৃত্ব দেন।
প্রাথমিক জীবন
১৯৬৪ সালের ১০ জানুয়ারি লেবাননের রাজধানী বৈরুতের পূর্ব উপশহর সিন এল-ফিলে জন্ম নেন জোসেফ আউন। তার পরিবার দক্ষিণ লেবাননের আল-আইশিয়াহ শহর থেকে আসা।
জোসেফ আউন লেবানিজ আমেরিকান ইউনিভার্সিটি থেকে রাজনৈতিক বিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রি এবং লেবানন আর্মি মিলিটারি অ্যাকাডেমি থেকে সামরিক বিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন। তিনি আরবি, ফরাসি ও ইংরেজি ভাষায় দক্ষ। জোসেফ আউনের স্ত্রী নেহমাত নেহমেহ, এবং তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।
প্রেসিডেন্ট হিসেবে লক্ষ্য
নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউন দেশটির সার্বভৌমত্ব রক্ষা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। ৬১ বছর বয়সি এই দেশপ্রেমিক ও লড়াকু সেনানীর নেতৃত্বে লেবানন এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করছে দেশটির জনগণ।