নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবিতে পোল্যান্ডে বিক্ষোভ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বিক্ষোভ মিছিল করেছে শত শত মানুষ। শুক্রবার (১০ জানুয়ারি) ওই বিক্ষোভ মিছিল হয়।
গত বৃহস্পতিবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক ঘোষণা করেন, নেতানিয়াহু যদি পোল্যান্ড সফর করেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে না। খবর ফিলিস্তিনের সংবাদসংস্থা ওয়াফা'র।
এই ঘোষণার প্রতিবাদে শত শত মানুষ রাজধানী ওয়ারশর প্রেসিডেন্সিয়াল চ্যান্সেলারি ভবনের বাইরে বিক্ষোভ করেন। এ সময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকা এবং ব্যানার ছিল।
এ সময় ইসরায়েলের আগ্রাসন ও নেতানিয়াহুর বিরুদ্ধে তারা নানা রকমের স্লোগান দেয়। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানায় এবং গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলের গণহত্যাকে সমর্থন করার জন্য পোল্যান্ডের প্রধানমন্ত্রী আন্দ্রেজি দুদাকে অভিযুক্ত করে।
গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ করার দায়ে গত নভেম্বর মাসে হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
আরো পড়ুন : নেতানিয়াহুকে রক্ষায় আইসিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিল পাস