×

মধ্যপ্রাচ্য

৪২ দিনের যুদ্ধবিরতিতে ৩৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস: ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:১৩ পিএম

৪২ দিনের যুদ্ধবিরতিতে ৩৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস: ইসরায়েল

নিহতদের মরদেহও জিম্মি মুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস।

   

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি ইসরায়েল এবং হামাস। কাতারের রাজধানী দোহায় গাজার যুদ্ধবিরতি চুক্তির বিস্তারিত বিষয়গুলো চূড়ান্ত করা হচ্ছে।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রথম পর্যায়টি ৪২ দিন স্থায়ী হবে এবং এই সময়কালে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস তাদের হাতে বন্দি থাকা ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে।

হারেৎজ সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস।

প্রতিবেদন অনুসারে, নারী, শিশু, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ এবং অসুস্থদের প্রথমে মুক্তি দেয়া হবে। হারেৎজ সূত্রের ধারণা, তাদের বেশিরভাগই জীবিত।

আলোচিত রোডম্যাপ অনুসারে, পক্ষগুলো চুক্তির দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু করবে, যার অর্থ ১৬ দিনের মধ্যে সমস্ত জিম্মিকে মুক্তি দেয়া হবে। হারেৎজ আরো উল্লেখ করেছে, চুক্তির প্রথম পর্যায়ে ইসরায়েল কতজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে তা বর্তমানে অজানা। কান রেডিও অনুসারে, ইসরায়েল এই পর্যায়ে প্রায় ১ হাজার ৩০০ বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত।

দ্য জেরুজালেম পোস্টের মতে, প্রথম পর্যায়ে যুদ্ধবিরতি ৪২ দিন স্থায়ী হবে। সংবাদপত্রটি দাবি করেছে, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের সংখ্যার নির্ভর করবে কতজন ইসরায়েলি জিম্মি এখনো বেঁচে আছেন।

সোমবার রয়টার্স তাদের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, কাতার গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির চূড়ান্ত খসড়া চুক্তি ইসরায়েল এবং হামাসের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেছে। সংবাদ সংস্থার মতে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে দোহায় আরো এক দফা  গাজায় যুদ্ধবিরতি আলোচনার পরিকল্পনা করা হয়েছে। যেখানে ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এবং বাইডেনের দূত ব্রেট ম্যাকগার্ক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন : গাজা যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত খসড়া উপস্থাপন

২০২৩ সালের ৭ অক্টোবর, হামাস ইসরায়েলের দক্ষিণ সীমান্তে হামলা চালায়, যার ফলে ২৫১ জন ইসরায়েলি নাগরিক এবং বিদেশি নাগরিক জিম্মি হন। বর্তমানে ৯৪ জন জিম্মি হামাস ও তাদের মিত্রদের হাতে বন্দী রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী—এই ৯৪ জনের মধ্যে অন্তত ৩৪ জন ইতোমধ্যে নিহত হয়েছেন। নিহতদের মরদেহও জিম্মি মুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 

ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও। ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

ইসরায়েলি নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের তথ্য মতে, ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App