×

মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া দু'পক্ষকেই দেখানো হয়েছে: কাতার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৯:১৮ এএম

যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া দু'পক্ষকেই দেখানো হয়েছে: কাতার

যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া

   

অবশেষে কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ থামাতে একটি যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তত করা হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল-আনসারি এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আলোচনা যেহেতু চলমান তাই এ বিশয়ে বিস্তারিত তথ্য তিনি এক্ষুণি দিতে পারছেন না।

তবে তিনি বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত খসড়া উভয় পক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল-আনসারি বলেন, দোহায় গাজা যুদ্ধবিরতি বিষয়ক আলোচনা অব্যাহত রয়েছে এবং আমরা আশা করছি নতুন অগ্রগতির বিস্তারিত তথ্য আসবে।

আমরা আরো আশা করি ফলাফল ইতিবাচক হবে। আমরা এটুকু বলতে পারি যে, আমরা একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছি।

তিনি আরও বলেন, আমরা বলতে পারি যে চুক্তি সম্পাদনের প্রধান বাধাগুলো অতিক্রম করেছি এবং গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছি। আমরা আশা করি শিগগিরই এই চুক্তি ঘোষণা করা হবে।

একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে বাইডেন এবং ট্রাম্প সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছেন আল-আনসারী।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, গাজা এবং গাজার সব ভূখণ্ডের ওপর থেকে দখলদারিত্বের অবসান ঘটাতে আমাদের অবস্থান সুদৃঢ়। এই ভূখণ্ডের সব ভূমি যে ফিলিস্তিনীদের সেই সিদ্ধান্তকে চূড়ান্তভাবে আমরা অনুমোদনে বিশ্বাসী।

মধ্যস্থতাকারীরা বিশেষ করে কাতার, মিশর এবং আমেরিকা গাজা যুদ্ধবিরতি চুক্তির সাফল্যের জন্য যা কিছু করা দরকার তাই করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App