×

মধ্যপ্রাচ্য

সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর, বিকেলে বন্দিবিনিময়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:২৪ এএম

সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর, বিকেলে বন্দিবিনিময়

সকাল থেকে যুদ্ধবিরতি

   

অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে গাজায় কার্যকর হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি।

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে চলমান বিধ্বংসী যুদ্ধের অবসানে শনিবার দীর্ঘ ৮ ঘণ্টা ইসরায়েলের মন্ত্রিসভায় আলোচনার পর যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি অনুমোদন পাওয়ায় স্বস্তি ফিরেছে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে।

চুক্তি অনুয়ায়ী রোববার সকাল থেকে যুদ্ধবিরতি এবং বিকাল ৪টায় শুরু হবে বন্দিবিনিময়। প্রথম দফায় রোববার বিকেলে ৪ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। এরপর প্রতি সপ্তাহে ৩ জন করে বাকি ৩০ জিম্মি মুক্তি পাবে। খবর টাইমস অব ইসরায়েলের।

এভাবে ৩ দফায় বাকিসব জিম্মিকে মুক্তি দেবে হামাস।অন্য দিকে, প্রথম দফায় ২৪ দিনে মুক্তি পাবেন ১৯০৪ জন ফিলিস্তিনি।এর মধ্য ৭৩৭ জন কয়েদি এবং জিজ্ঞাসাবাদের নামে গণহারে আটক করা ১১৬৭ জন ফিলিস্তিনি।


মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বুধবার গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়া হয়। চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা চলছে।

শনিবার গাজার বেসামরিক প্রতিরক্ষা উদ্ধার সংস্থা বলেছে, দক্ষিণ গাজার খান ইউনিসের একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় একটি পরিবারের অন্তত পাঁচ সদস্য মারা গেছেন।

একই দিন সকালে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পর জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, জেরুজালেম লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেছেন, চুক্তির উভয়পক্ষ ও মধ্যস্থতাকারীদের সমন্বয়ে গাজার স্থানীয় সময় ১৯ জানুয়ারি (রোববার) সকাল সাড়ে ৮ টায় যুদ্ধবিরতি শুরু হচ্ছে উপত্যকায়।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে কেবল ২০২৩ সালের নভেম্বরে এক সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।সেই সময় চুক্তি অনুযায়ী, ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে হামাসের হাতে জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছিল।

শনিবার সকালে মন্ত্রিসভায় ভোটাভুটির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, সরকার জিম্মি ফেরত পরিকল্পনা অনুমোদন করেছে। চুক্তিটি যুদ্ধের উদ্দেশ্য অর্জনে সহায়তা করেছে বলেও নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে।

অবশ্য শনিবার এক বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েল তার আগ্রাসী লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং কেবল এমন যুদ্ধাপরাধে সফল হয়েছে, যা মানবতার মর্যাদাকে কলঙ্কিত করে। ইসরায়েলের বিচারবিষয়ক মন্ত্রণালয় বলেছে, চুক্তির প্রথম ধাপের অংশ হিসাবে রোববার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ৭৩৭ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল-থানি বলেছেন, প্রাথমিকভাবে ৪২ দিনের যুদ্ধবিরতিতে গাজায় হামাসের হাতে জিম্মি ৩৩ জন মুক্তি পাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের আগের দিন এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

আলোচিত যুদ্ধবিরতি রোববার সকাল ৮টা ৩০ মিনিটে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর ফলে গাজায় দীর্ঘদিনের অবরোধের পর নতুন করে সাহায্যের প্রবাহ শুরু হবে।  মিশরের রাফাহ সীমান্তে ইতোমধ্যে শত শত ট্রাক লাইন ধরে প্রস্তুত রয়েছে।

এই সীমান্তটি আগে থেকে সাহায্যের জন্য গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হচ্ছিল, তবে গত বছরের মে মাসে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি দিকটি নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এটি বন্ধ ছিল।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App