×

মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় ১৫ লেবানিজ নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১১:৩৯ এএম

ইসরায়েলি হামলায় ১৫ লেবানিজ নিহত

ইসরায়েলি বাহিনীকে লেবাননের ভূখণ্ড থেকে দ্রুত প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করতে হবে। ছবি : সংগৃহীত

   

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো আপস করা হবে না। 

দখলদার ইসরায়েলি বাহিনী রবিবার দক্ষিণ লেবাননে নিজ বাড়িঘরে ফিরে আসা বাসিন্দাদের ওপর গুলি চালানোর পর এ হুঁশিয়ারি দেন। এতে অন্তত ১৫ জন নিহত এবং ৮৩ জন আহত হন। খবর ইরনার।

প্রেসিডেন্ট আউন বলেন, লেবাননের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো আপস করা হবে না এবং আমি এই ইস্যুটি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাব। যাতে লেবাননের জনগণের অধিকার নিশ্চিত হয়।

সম্প্রতি দক্ষিণ লেবাননে ৬০ দিনের অস্ত্রবিরতির মেয়াদ শেষ হয়েছে। এর পরই সীমান্ত বরাবর নিজ শহর ও গ্রামে ফিরে আসা লোকজনের ওপর গুলি চালায় বর্বর ইসরায়েলি বাহিনী। 

আরো পড়ুন : ট্রাম্পের নতুন ফন্দিতে শঙ্কায় ফিলিস্তিনিরা

এ ঘটনায় সবাইকে শান্ত থাকতে এবং সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট আউন বলেন, দক্ষিণ লেবাননের জনগণের সঙ্গে আমরা ন্যায়সঙ্গত বিজয় উদযাপন করেছি। লেবাননের সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে রয়েছে এবং আপনাদের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে ইসরায়েলের এই শান্তি প্রক্রিয়া লঙ্ঘনের প্রতিক্রিয়া জানিয়ে লেবাননের সংসদের স্পিকার নাবিহ বেরি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং অস্ত্রবিরতির চুক্তি পর্যবেক্ষণকারী দেশগুলোকে অবশ্যই ইসরায়েলি বাহিনীকে লেবাননের ভূখণ্ড থেকে দ্রুত প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করতে হবে।

এদিকে সীমান্তের কাছে লেবাননের নাগরিকদের নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার জন্য ‘পরিস্থিতি এখনো উপযুক্ত নয়’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের শীর্ষস্থানীয় দুই কর্মকর্তা। 

রবিবার এক যৌথ বিবৃতিতে লেবাননে জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং দক্ষিণ লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রধান এ কথা বলেন।

একইসঙ্গে, লেবাননে অস্ত্রবিরতি চুক্তিতে নির্ধারিত সময়সীমাগুলো এখনো পূরণ হয়নি বলেও দাবি করেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App