হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের দিন চূড়ান্ত

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১১:৩০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বৈঠকের দিন নির্ধারিত হয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেতানিয়াহুই প্রথম বিদেশি নেতা যাকে এমন আমন্ত্রণ জানানো হলো।
তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা দ্য টাইমস অব ইসরায়েলকে বলেছেন, বৈঠকের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। যদিও বৈঠকটি আগামী সপ্তাহের শুরুতেই হবে বলে জানান তিনি।
আরো পড়ুন : যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলি হামলা, আহত ২৪
আমন্ত্রণপত্রে ট্রাম্প নেতানিয়াহুকে লিখেছেন, কীভাবে আমরা ইসরায়েল ও তার প্রতিবেশীদের জন্য শান্তি আনতে পারি এবং আমাদের সম্মিলিত শত্রুদের মোকাবিলার প্রচেষ্টা গ্রহণ করতে পারি সে বিষয়ে আমি আলোচনা করতে আগ্রহী।
বিশ্লেষকদের মতে, বৈঠকের অন্যতম প্রধান এজেন্ডা হতে পারে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি। নেতানিয়াহু অভ্যন্তরীণভাবে এই চুক্তির কারণে ব্যাপক চাপের মুখে রয়েছেন, তবে ট্রাম্প চান এটি টিকে থাকুক। সম্ভাব্য সমাধান হিসেবে ইসরায়েলকে প্রণোদনা প্যাকেজ দেয়ার বিষয়েও আলোচনা হতে পারে।
দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় গাজায় একটি তিন ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল। গত ১৯ জানুয়ারি এই যুদ্ধবিরতি কার্যকর হয়।