কারাগার থেকে নেয়া শুক্রানুতে জন্ম, ছেলের সঙ্গে ফিলিস্তিনি বাবার প্রথম দেখা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২ এএম

মুক্তি পাওয়ার পর নিজের শিশু সন্তানকে জীবনে প্রথমবারের মতো দেখতে পেয়েছেন এই ফিলিস্তিনি। ছবি : সংগৃহীত
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে শনিবার (১ ফেব্রুয়ারি) তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।
চুক্তির শর্ত অনুযায়ী, একইদিন ১৮০ জনেরও বেশি ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দিয়েছে ইসরায়েল। খবর আল-জাজিরার।
যাদের একজন হলেন পশ্চিমতীরের বৃদ্ধ আলী নাজ্জাল। মুক্তি পাওয়ার পর নিজের শিশু সন্তানকে জীবনে প্রথমবারের মতো দেখতে পেয়েছেন এই ফিলিস্তিনি।
আরো পড়ুন : ৯ মাস পর খুলল গাজার ‘লাইফ লাইন’ রাফাহ
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আলী নাজ্জাল যখন ইসরায়েলি কারাগারে বন্দি ছিলেন তখন কৌশলে নিজের শুক্রানু পাচার করেন তিনি। সেই শুক্রানু থেকেই জন্ম নেয় এই শিশুটি।
‘সাজা আলামি’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই বাবা ছেলের-ছবি প্রকাশ করা হয়েছে। ছবির ক্যাপশনে বলা হয়েছে, শরীফের জন্ম হয়েছে পাচার হওয়া শুক্রানু থেকে। আজ প্রথমবার সে তার বাবা, মুক্তি পাওয়া বন্দি আলী নাজ্জালকে জড়িয়ে ধরেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বেশ কিছু অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধারা। ওই সময় প্রায় ২৫০ জনকে ধরে গাজায় নিয়ে যায় তারা।
‘আল-আকসা ফ্লাড’ নামের ওই হামলার পর হামাস জানায়, তারা যে কয়জনকে গাজা থেকে ধরে নিয়ে এসেছেন, তাদের মাধ্যমে ইসরায়েলি কারাগারে আটকে থাকা প্রায় সব ফিলিস্তিনি বন্দিকে ছাড়িয়ে আনতে পারবেন।