×

মধ্যপ্রাচ্য

নিখোঁজদের মৃত ঘোষণা

গাজার শত শত বাড়ি এখন কবরস্থান, নিহত বেড়ে ৬২ হাজার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৮ এএম

গাজার শত শত বাড়ি এখন কবরস্থান, নিহত বেড়ে ৬২ হাজার

নিহতদের মধ্যে ১৭ হাজার ৮৮১টি শিশু রয়েছে। ছবি : সংগৃহীত

   

ইসরায়েলের বর্বর হামলায় গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০৯ জনে উন্নীত হয়েছে। গাজার সরকারি তথ্য অফিস জানিয়েছে, নিখোঁজ থাকা ১৪ হাজারের বেশি মানুষকে মৃত বলে ধরে নেয়া হয়েছে। গাজার বিধ্বস্ত শত শত বাড়ি এখন কবরস্থানে পরিণত হয়েছে।

মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ এই পরিসংখ্যান প্রকাশ করে বলেছেন, যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৭৬ শতাংশের মরদেহ উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। যাদের সংখ্যা ৪৭ হাজার ৪৮৭ জন। 

তবে এখনো অন্তত ১৪ হাজার ২২২ জন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বা এমন এলাকায় রয়েছেন যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। তাদেরকে মৃত বলে ধরে নেয়া হচ্ছে।

গাজা সিটির আল-শিফা হাসপাতাল থেকে দেয়া বক্তব্যে সালামা মারুফ জানান, নিহতদের মধ্যে ১৭ হাজার ৮৮১টি শিশু রয়েছে। এদের মধ্যে নবজাতক ছিল ২১৪টি।

আরো পড়ুন : গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য ওয়াশিংটনে ইসরাইলি প্রধানমন্ত্রী

গাজার মিডিয়া অফিসের প্রধান আরো জানান, ইসরায়েলি বাহিনী ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে এবং তাদের মধ্যে কয়েক ডজনকে আটক অবস্থায় নির্যাতন করে হত্যা করেছে।   

সালামা মারুফ জানান, যুদ্ধকালে ২০ লাখের বেশি মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই ২৫ বারেরও বেশি স্থানান্তর হতে বাধ্য হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন।

মিডিয়া অফিসের প্রধান আরো জানান, ইসরায়েলি আগ্রাসনকালে গাজায় স্বাস্থ্যকর্মী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের ওপর ব্যাপক হামলা হয়েছে। এতে ১ হাজার ১৫৫ জন স্বাস্থ্যকর্মী, ২০৫ জন সাংবাদিক এবং ১৯৪ জন সিভিল ডিফেন্স কর্মী নিহত হয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদক তারেক আবু আজম জানিয়েছেন, মানবিক ও চিকিৎসা সহায়তা দলগুলো এখন উদ্ধার কার্যক্রম থেকে মরদেহ উদ্ধারের কাজে বেশি মনোনিবেশ করেছে। শত শত বাড়ি কবরস্থানে পরিণত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App