আজ ৩ জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৬ এএম

তিনজনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর। ছবি : সংগৃহীত
যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা তিন ইসরায়েলিকে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
হামাসের পক্ষ থেকে এই তিনজনের নাম জানানো হয়েছে। সেই সঙ্গে সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলের কারাগারগুলোয় বন্দ থাকা ১৮৩ জন ফিলিস্তিনিকেও শনিবার মুক্তি দেয়া হবে।
হামাসের পক্ষ থেকে যে তিনজনের নাম জানানো হয়েছে, তারা সবাই বেসামরিক ব্যক্তি। তারা হলেন, এলি শারাবি, ওহাদ বেন আমি এবং ওর লেভি।
হামাসের পক্ষ থেকে আজ মুক্তি পেতে যাওয়া এই তিনজনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর।
আরো পড়ুন : গাজায় জাতিগত নিধন চালাবেন না: জাতিসংঘ মহাসচিব
বলা হয়েছে, এই তিনজনের পরিবারকে তাদের স্বজনদের মুক্তির কথা জানানো হয়েছে। এর আগে শুক্রবার জিম্মি ও নিখোঁজ থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত ফোরামের পক্ষ থেকেও তাদের তিনজনের মুক্তির খবরকে স্বাগত জানানো হয়েছে।
গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পর থেকে এখন পর্যন্ত ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের পক্ষ থেকেও ৩৮৩ জন ফিলিস্তিনি বন্দি মুক্ত করা হয়েছে।
যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের জন্য নির্ধারিত ৩ সপ্তাহের সময়সীমায় হামাসের পক্ষ থেকে আরো ৩৩ জন জিম্মি এবং ইসরায়েলের পক্ষ থেকে ১ হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার কথা রয়েছে। যদিও ইসরায়েল বলছে, ওই ৩৩ জিম্মির মধ্যে ৮ জন মারা গেছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় হামাস। জিম্মি করে গাজায় আনা হয় ২৫১ জনকে। নিহত হন ১ হাজার ২০০ মানুষ। ওই দিনই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। শুরু হয় যুদ্ধ।