২ দিনের রিমান্ডে র্যাপার হান্নান, তারকাদের ক্ষোভ

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৬:৪৮ পিএম

র্যাপার হান্নান
তরুণ র্যাপার হান্নান হোসাইন শিমুলকে ২ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সম্প্রতি কোটা আন্দোলন চলাকালে ‘আওয়াজ উডা’ শিরোনামের একটি গান গেয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন তিনি। বৃহস্পতিবার (২৫ জুলাই) নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
হান্নানের গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ করার পর দেশের সংগীতশিল্পীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। একইসঙ্গে নড়েচড়ে বসেন নেটিজেনরা; শুরু হয় নিন্দার ঝড়। এতে বাদ যাননি দেশের স্বনামধন্য তারকারাও, হান্নানকে গ্রেপ্তারের বিষয়ে ক্ষুদ্ধ তারা।
আরো পড়ুন: অবশেষে শুটিংয়ে ফিরলেন টালিউডের অভিনয়শিল্পীরা
বুধবার (৩১ জুলাই) হান্নানকে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেই পোস্টে একটি বিপ্লবী পোস্টার শেয়ার করে নির্মাতা লেখেন, ‘আওয়াজ ওডা, বাংলাদেশ- গণহত্যার বিচার চাই! আওয়াজ ওডা, বাংলাদেশ- পরিবর্তন চাই! আওয়াজ ওডা, ওডা বাংলাদেশ!’
ফারুকী আরও যোগ করেন, ‘আওয়াজ উডা গানটির জন্য তারা শিল্পীকে গ্রেপ্তার করেছে। আচ্ছা, আমরাও গেয়ে উঠছি- ‘আওয়াজ উডা’।
সাবেক বিশ্বসুন্দরী ও মডেল শাম্মি ইসলাম নীলা গ্রেপ্তার হান্নানের মুক্তি চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে একটি ছবিতে দেখা যায়, রং তুলির ক্যানভাসে সাদা শোলার শিট। সেখানে আঁকা লাল-সবুজের বাংলাদেশের পতাকা। সেখানে পুরো শিটজুড়ে লাল রং ছিটানো; লেখা ‘সেইভ বাংলাদেশি স্টুডেন্টস’।
অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাও হান্নানের গ্রেপ্তারের খবরটি তার টাইমলাইনে শেয়ার করেন। সেখানে তার ওই পোস্টে মিথিলার অনুসারীরা নেতিবাচক প্রতিক্রিয়া জানায়।
আরো পড়ুন: ১ ঘণ্টার বেশি লিফটে আটকে ছিলেন অভিনেত্রী!
হান্নানকে গ্রেপ্তারের সংবাদ শেয়ার করেছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। ক্যাপশনে তার প্রশ্ন, ‘কথা বলা যাবে না?’
এছাড়া আরও অনেকেই হান্নান্নের মুক্তি চেয়ে হ্যাশট্যাগ দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ‘আওয়াজ উডা’ একটি বিদ্রোহী গান বের করেন র্যাপার হান্নান হোসাইন শিমুল। আলোচনার জন্ম দেওয়া তার ‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানটি বৃহস্পতিবার (১৮ জুলাই) প্রকাশ পায়।