×

গান

হোসাইন নূরের কথায় নতুন গজল ‘মিছে দুনিয়া’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ পিএম

হোসাইন নূরের কথায় নতুন গজল ‘মিছে দুনিয়া’

হোসাইন নূরের কথায় নতুন গজল ‘মিছে দুনিয়া’

   

ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করেছেন হোসাইন নূর। মাত্র কয়েক বছর আগে লেখালিখি শুরু করা এই গীতিকার আজ ইসলামি সঙ্গীতের এক পরিচিত নাম। তার লেখা গজলগুলো যেমন মনোমুগ্ধকর, তেমনি হৃদয়ের গভীরে তোলে আলোড়ন। সম্প্রতি রিলিজ হয়েছ নতুন গজল ‘মিছে দুনিয়া’। এটা তার ২৮৭ তম প্রকাশ।

গজলটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন কলরবের জনপ্রিয় শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান। তানজিম রেজার সঙ্গীত পরিচালনায় ভিডিও নির্মাণ করেছেন দক্ষ নির্মাতা ইয়ামিন এলান। হৃদয়স্পর্শী গল্পে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত, রকি খান ও তারেক জামানসহ অন্যান্য প্রতিভাবান অভিনেতা।

‘মিছে দুনিয়া’ গজলটির গল্প মূলত জীবনের অস্থিরতা এবং পরকাল নিয়ে। গল্পের শুরুতে এক যুবককে দেখা যায়; যিনি তার দাদুর শূন্য ঘরে ঢুকে অতীত স্মৃতি মনে করতে থাকেন। রুমের এক কোণে পড়ে থাকা দাদুর ব্যবহৃত  লাঠি তাকে ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। তার মনে পড়ে যায় দাদুর সাথে বল খেলার স্মৃতি, দুরন্ত শৈশব, ফেলে আসা কৈশোর। দেখা যায় তার বাবার ব্যস্ত জীবন। গজলটি শেষ হয় একজন মানুষের মৃত্যুর পর তার স্বজনদের শোকে ভরা দৃশ্যের মধ্য দিয়ে। এ বিদায় দাদুর নাকি বাবার? নাকি অন্য কারো? এ দৃশ্যতো সবার ক্ষেত্রেই এক! গাড়ি-বাড়ি ও জীবনের অনেক কিছু অমীমাংসিত রেখে এভাবেই মানুষকে চলে যেতে হয়। স্বপ্নের বাড়ি রয়ে গেলেও পরিবর্তন হয় শুধু বাড়ির মালিক। এমনই এক অমোঘ সত্য ফুটিয়ে তোলা হয়েছে এখানে।

গজলটি রিলিজ হয়েছে বাংলাদেশের ইসলামিক গানের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম হলিটিউন ইউটিউব চ্যানেলে। রিলিজ হওয়ার পর থেকেই শ্রোতামহলে ফেলেছে সাড়া, সোশ্যাল মিডিয়ায় বইছে আলোচনার জোয়ার।

হোসাইন নূর বলেন, আলহামদুলিল্লাহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা। আমিও একদিন থাকব না। আমার এ লেখাগুলো হয়তো থেকে যাবে। এর দ্বারা কেউ যদি উপকৃত হয়, কারো জীবনে পরকালীন ভাবনা জাগ্রত হয় তারা যেন আমার জন্য দুআ করেন। আমার আর কিছু চাওয়ার নেই। আল্লাহ আমাদের কাজগুলো কবুল করুন।

গীতিকার হোসাইন নূরের সৃষ্টিকর্মে রয়েছে এক আলাদা ধরনের মাধুর্য ও গভীরতা। কলরবসহ বিভিন্ন নাশিদ ব্যান্ড ও জনপ্রিয় শিল্পীরা তার লেখা গজলে কণ্ঠ দিয়েছেন। যেখানে ৩০টিরও বেশি গজল মিলিয়ন ভিউ অতিক্রম করে জায়গা করে নিয়েছে শ্রোতাদের অন্তরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App