×

ময়মনসিংহ

ত্রাণ কার্যক্রমে বৈষম্যের শিকার শেরপুর, বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ পিএম

ত্রাণ কার্যক্রমে বৈষম্যের শিকার শেরপুর, বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান

ছবি: ভোরের কাগজ

   

শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ অভিযোগ করেছে, চলমান বন্যা পরিস্থিতিতে শেরপুর জেলা ত্রাণ কার্যক্রম বৈষম্যের শিকার হচ্ছে। সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে পর্যাপ্ত সহায়তা না থাকায় বন্যার্তরা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিষদের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন আহমেদ এবং যুগ্ম সমন্বয়কারী মনিরুজ্জামান শাশ্বত মনির।

গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেছেন, গত ২ দিনে বন্যায় এ পর্যন্ত ৩ জনের প্রাণহানি ঘটেছে। ত্রাণ কার্যক্রমের অভাবে শেরপুর জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার প্রায় দেড় শতাধিক গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। প্রায় ৩ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। ফসলের ক্ষতি ও গবাদি পশুর বিলীন হয়ে যাওয়ার পাশাপাশি নৌকা ও খাদ্য সামগ্রীর অভাবে হাজারো মানুষ আটকে পড়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বন্যার্তদের পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে তেমন কোনো উল্লেখযোগ্য উদ্যোগ দেখা যাচ্ছে না। সরকারি ত্রাণ সামান্য হলেও বেসরকারি উদ্যোগ প্রায় অনুপস্থিত।

আরো পড়ুন: বঙ্গবন্ধুর ছবি ছাড়াই আসছে নতুন ব্যাংকনোট

নেতৃবৃন্দ ত্রাণ কার্যক্রমে সেনাবাহিনী, নৌবাহিনীসহ অন্যান্য বাহিনীগুলোর সম্পৃক্ততা এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জরুরি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে দেশের সব শ্রেণি-পেশার মানুষ ও ধনাঢ্য ব্যক্তিদের বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App