×

ময়মনসিংহ

লুটপাটকারীরা যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না, জেলা প্রসাশক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ পিএম

লুটপাটকারীরা যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না, জেলা প্রসাশক

ছবি : সংগৃহীত

   

শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেছেন, সরকারি সম্পদ লুটপাটকারীরা যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না।  বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকাল ১১টায় ঝিনাইগাতী  উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা, রাজনৈতিক দলের নেতাকর্মি, সূশীল সমাজ ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো, ফরহাদ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো, ফায়জুর রাজ্জাক আকন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন, উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, যুগ্মআহবায়ক আব্দুল মান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর  আমির মৌ. মো. নূর ইসলাম, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান, ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহিন আলম প্রমুখ । 

এ সময় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত  কৃষকদের  ক্ষতি কাটিয়ে উঠতে  সরকারি সহযোগিতার আশ্বাস দিয়ে কৃষকদের কৃষিতে মনোনিবেশের আহ্বান জানান। তিনি বলেন,  দেশের কৃষকরাই দেশের মূল চালিকা শক্তি। ঝিনাইগাতীর মহারশি নদীর বেরীবাধ সমস্যা, গজনী  অবকাশ পর্যটন কেন্দ্রের উন্নয়নের উদ্যোগ নেয়ার পাশাপাশি অবৈধভাবে সরকারি জমি  জবরদখলের বিরুদ্ধে অভিযান, নদীগুলোর পানি নিস্কাশন ব্যবস্থা, বন্যা পরবর্তীতে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাসহ সব সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে  আমরা কাজ করছি । 

তিনি আরো বলেন, অবৈধভাবে বালু লুটপাটকারিরা  যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না । অবৈধভাবে বালু লুটপাট বন্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান আছে। বালু লুটপাটকারিদের সতর্ক করে বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমেই বালু লুটপাটকারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি দেশপ্রেমিক রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক মহলসহ সব সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান। 

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক দলের নেতা কর্মি, সুশীল সমাজের লোকজন ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App