×

অন্যান্য

সিন্ডিকেট ভাঙা, সর্বত্র চাঁদাবাজি বন্ধের দাবি সিপিবির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৪:৪৫ পিএম

সিন্ডিকেট ভাঙা, সর্বত্র চাঁদাবাজি বন্ধের দাবি সিপিবির

ছবি: সংগৃহীত

   

বাজার সিন্ডিকেট ভাঙা, দেশের সর্বত্র চাঁদাবাজি বন্ধ এবং রেশনিং ব্যবস্থার মাধ্যমে দ্ররিদের মধ্যে খাদ্য সামগ্রী বন্টনের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রবিবার (২০ অক্টোবর) সিপিবি পল্টন শাখার উদ্যোগে রাজধানীর পুরানা পল্টন মোড়ে শাখা সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন- পার্টির দক্ষিণ জেলা কমিটির সদস্য শংকর আচার্য, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ, পল্টন থানা কমিটির সভাপতি কার্তিক চক্রবর্তী, হযরত আলী, সূত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বি খান, আনোয়ার হোসেন প্রমুখ।

আরো পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫৯৮

সমাবেশে নেতারা বলেন, নানা কারণে আয় কমে যাওয়া সাধারণ মানুষের জীবন আর চলছে না। নিত্যপণ্যের দামে মানুষ দিশেহারা। কম খেয়ে বেঁচে থাকা সাধারণ মানুষ বাজারে যাওয়ার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। সমাবেশে তারা আরো বলেন, কখনো কখনো দুই একটি পণ্য সরবরাহের কৃত্রিম সংকট সৃষ্টি হলেও বাজারে পণ্যের অভাব নেই। অথচ ‘বেঁচা কেনা’ কমে গেছে।

নেতারা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হলেও সিন্ডিকেট ব্যবসায়ী ও চাঁদাবাজির পতন হয়নি। সিন্ডিকেট বহাল আছে। চাঁদাবাজির ‘দল’, ‘বস’, বদল হয়েছে, হাত বদল হয়েছে, চাঁদাবাজি অব্যাহত আছে। ব্যবস্থা বদল ছাড়া এ অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে না। তারা অন্তর্বর্তী সরকারকে ব্যবসায়ী সিন্ডিকেট, অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ব্যবসায়ীদের কাছে বাজার ছেড়ে না দেবার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App