×

অন্যান্য

প্রকাশ্যে মেজর ডালিম, ১৫ আগস্ট নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১১:৫৭ এএম

প্রকাশ্যে মেজর ডালিম, ১৫ আগস্ট নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য

শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম। ছবি : সংগৃহীত

   

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম (বীর বিক্রম)। লাইভ টকশোতে যুক্ত হয়ে বাংলাদেশের ইতিহাস ও নিজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। 

রবিবার (৫ জানুয়ারি) রাতে ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীর বিক্রম)’ শিরোনামের টকশোটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এতে মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের পটভূমি নিয়ে কথা বলেন ডালিম, যা নতুন প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করেছে।

টকশোর শুরুতে মেজর ডালিম বলেন, বিপ্লব একটি চলমান প্রক্রিয়া। ৭১-এ আংশিক বিজয় অর্জিত হলেও তা এখনো পূর্ণাঙ্গ নয়। নতুন প্রজন্মের ছাত্র-জনতাকে আরেকটি স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে।

ভারত প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ আজ সম্প্রসারণবাদী-হিন্দুত্ববাদী ভারতের কবলে পড়েছে। ৭১-এর মতো আরেকটি লড়াই ছাড়া স্বাধীনতার প্রকৃত অর্থ পূর্ণ হবে না।

আরো পড়ুন : শোক দিবস পুনর্বহালের রায় স্থগিত

১৫ আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকেই এর শিকড় বিস্তৃত হয়েছিল। আমরা তখন বুঝেছিলাম, এই যুদ্ধ কি আমাদের স্বার্থে, নাকি অন্য কারো উদ্দেশে হচ্ছে।

তিনি বলেন, শেখ মুজিব স্বৈরাচারী শাসন চালু করেছিলেন, যা সাধারণ মানুষকে তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠতে বাধ্য করেছিল। তার স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো ছিল সময়ের দাবি।

ডালিম দাবি করেন, ১৫ আগস্ট একটি সামরিক বিপ্লব ছিল। এতে উভয় পক্ষের লোকজন হতাহত হয়। তবে বিপ্লবীরা বিজয়ী হয়ে ক্ষমতা দখল করে নেয়। এরপর লাখ লাখ মানুষ আনন্দ মিছিল করে, এবং বিরোধী রাজনৈতিক দলগুলো জনসমর্থন নিয়ে প্রকাশ্যে আসে। এর মাধ্যমে এই সামরিক অভ্যুত্থান জনসমর্থন লাভ করে।

জাতীয় সঙ্গীত নিয়ে মন্তব্য

মেজর ডালিম বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হওয়ার পরিবর্তে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য দেশীয় কবিদের লেখা হতে পারত। ভিনদেশী কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা বলে আমি মনে করি।

নতুন বিপ্লবীদের প্রতি বার্তা

ডালিম বর্তমান প্রজন্মের বিপ্লবীদের উদ্দেশে বলেন, তাদের প্রয়োজনে আমি আমার অভিজ্ঞতা ও পরামর্শ দিতে প্রস্তুত। তারা যেন শক্তিশালী, সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তুলতে পারে, সেই দোয়া করছি।

এই দীর্ঘ সাক্ষাৎকার নতুন করে ১৫ আগস্ট ও বাংলাদেশের ইতিহাস নিয়ে আলোচনা তৈরি করেছে। মেজর ডালিমের বক্তব্যে ইতিহাসের নতুন অধ্যায় উন্মোচিত হওয়ায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App