ময়লার গাড়িচাপায় গণমাধ্যমকর্মী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ১১:২৮ পিএম

বৃহস্পতিবার রাজধানীর পান্থপথে ময়লার গাড়িচাপায় নিহত আহসান কবির খান। ফাইল ছবি

আহসান কবির খান
রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ি ধাক্কায় আহসান কবির খান (৫০) নামে এক গণমাধ্যমকর্মী নিহত হওয়ার ঘটনায় ঘাতক চালককে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২৬ নভেম্বর) রাতে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর চালক ময়লার গাড়িটি রেখে পালিয়ে গিয়েছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে শনিবার (২৭ নভেম্বর) কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।
[caption id="attachment_320798" align="aligncenter" width="700"]
এর আগে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পান্থপথ শাপলা ফার্নিচার দোকানের সামনে ঘটে এ দুর্ঘটনা। ময়লার গাড়ির চাকা নিহত কবির খানের মাথার ওপর দিয়ে উঠে যাওয়ায় ভয়ে তাকে বহনকারী পাঠাও চালক পালিয়ে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গাড়িটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
নিহতের মামাত ভাই মিজানুর রহমান বলেন, ঝালকাঠি সদর উপজেলার শেরজুত গ্রামের আবদুল মান্নান খানের ছেলে নিহত কবির। এক ছেলে, এক মেয়েসহ স্ত্রী নাদিরা পারভিন রেখাকে নিয়ে বড় মগবাজার সোনালীবাগ চান বেকারী গলির ৫৩ নম্বর বাসায় থাকতেন।
মিজানুর রহমান আরও বলেন, নিহত কবির দীর্ঘ দিন একটি জাতীয় দৈনিকে পেস্টিং বিভাগে কাজ করতেন। সাত বছর আগে চাকরি ছেড়ে প্রিন্টিং ব্যবসা শুরু করেন। চলতি মাসে আরেকটি জাতীয় দৈনিকে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে যোগ দেন। ওই দৈনিকে তিনি একই সঙ্গে পেজ মেকআপের কাজও করতেন। এছাড়া গার্মেন্টস এক্সসরিজেরও ব্যবসা ছিলো তার।