একাত্তরের টি-৫৫ ট্যাংক ও হাউটজার গান দেশে আসছে আজ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৯:২৮ এএম

টি-৫৫ ট্যাংক। ছবি : সংগৃহীত
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক ও একটি ৭৫/২৪ এমএম মাউন্টেন হাউটজার গান উপহার হিসেবে দিচ্ছে ভারত সরকার। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) উপহারগুলো বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। পরবর্তীতে ট্যাংকটি বাংলাদেশ জাতীয় জাদুঘর ও মাউন্টেন হাউটজার গানটি ঢাকা সেনানিবাসে হস্তান্তর করা হবে।
বেনাপোল স্থলবন্দরে উপহার গ্রহণে সার্বিক সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধ করে চিঠি দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এ তথ্য জানান বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার।
এর আগে বেনাপোল চেকপোস্ট দিয়ে মুক্তিযুদ্ধ শেষে ভারতে নিয়ে যাওয়া ছয়টি কামান (মুজিব ব্যাটারি) উপহার হিসেবে ফেরত দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।