×

জাতীয়

বড়দিন-থার্টিফার্স্টে ভেজাল মদে গুরুতর দুর্ঘটনার শঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ০৮:১৭ এএম

বড়দিন-থার্টিফার্স্টে ভেজাল মদে গুরুতর দুর্ঘটনার শঙ্কা

ছবি : ভোরের কাগজ

   

প্রতিবছরই বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উপলক্ষে দেশে মদের চাহিদা বৃদ্ধি পায় কয়েক গুণ। এই সুযোগে তৎপর হয়ে ওঠে ভেজাল মদ কারবারিরাও। বিশেষ করে করোনা মহামারির কারণে ওয়্যার হাউসগুলোতে পর্যাপ্ত মদ না থাকায় ভেজাল বা বিষাক্ত মদ কারবারিদের দৌরাত্ম্য বাড়ছেই। গতবছরের থার্টিফার্স্ট নাইটের পরে চলতি বছরের জানুয়ারি মাসে সারাদেশে মদপান করে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়। অসুস্থ হয় কয়েক শতাধিক মানুষ। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক সাঁড়াশি অভিযানে ভেজাল মদের দৌরাত্ম্য কিছুটা কমলেও আসন্ন বড়দিন ও থার্টিফার্স্ট উপলক্ষে আবারো ভেজাল মদে সয়লাব হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি গোয়েন্দা প্রতিবেদনে এ শঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।

ইতোমধ্যে ডিএনসি থেকে শঙ্কার কথা জানিয়ে ঢাকা মেট্রো (উত্তর-দক্ষিণ) ও কয়েকটি জেলা কার্যালয়ে চিঠি দিয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। শঙ্কার কথা মাথায় রেখে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তৎপর রয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এ বিষয়ে ডিএনসির অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান ভোরের কাগজকে বলেন, গত বছরের নেয় এ বছরও ওয়্যারহাউস থেকে পর্যাপ্ত মদ পাওয়া যাচ্ছে না। ফলে যারা সেবনকারী তারা অবৈধ পথে মদ কেনার পথ খুঁজতে পারে। এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা ভেজাল মদ বানিয়ে বাজারে ছাড়তে পারে, এ ধরনের গোয়েন্দা তথ্য রয়েছে। ইতোমধ্যে ঢাকা মেট্রো উত্তর ও দক্ষিণে ৪টি কমিটি গঠন করা হয়েছে। ভেজাল মদ যাতে কোনোভাবেই বাজারজাতকরণ হতে না পারে সেজন্য আমরা তৎপর রয়েছি।

সতর্কতা অবলম্বন বিষয়ে ডিএনসির ঢাকা মেট্রো উত্তর ও দক্ষিণের উপপরিচালক বরাবর গত ১৫ ডিসেম্বর ডিএনসির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। যেখানে উল্লেখ করা হয়, আসন্ন বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে অবৈধ মাদক ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে মিথানল, চোলাই মদ, অ্যালকোহল, এসেন্সসহ অন্যান্য উপকরণের সমন্বয়ে ভেজাল মদ তৈরি করে মাদকসেবীদের কাছে সরবারহ করতে পারে এবং এ ধরনের অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ মদ্যপান করে প্রাণহানীর ঘটনা ঘটতে পারে। গত কয়েক বছরে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটার নজির রয়েছে। ঢাকা শহরের রামপুরা, বনশ্রী, সিপাহীবাগ, মেরাদিয়া, উত্তরখান, দক্ষিণখান, পুরান ঢাকা, বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকা, গাজীপুরের টঙ্গী, পূবাইল, শ্রীপুর এলাকা, নারায়ণগঞ্জ বন্দর, পঞ্চবটি, মুন্সীগঞ্জ জেলার সুইপার কলোনি এলাকায় এ ধরনের ভেজাল মদ তথা বিষাক্ত মদ তৈরি হতে পারে বলে গোপন সূত্রে জানা গেছে। সংগত কারণে ঢাকা মেট্রো এলাকাসহ ঢাকা বিভাগের সব জেলা কার্যালয়ে অধিক্ষেত্রের বর্ণিত স্থানসহ অন্য ঝুঁকিপূর্ণ এলাকায় নিবিড় নজরদারি নিশ্চিত করতে হবে।

তৎপর ডিবি ও র‌্যাব : রাজধানীসহ সারাদেশে ভেজাল মদের দৌরাত্ম্য কমাতে তৎপর রয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার ভোরের কাগজকে বলেন, ভেজাল মদের তীব্রতা কেমন সেটি বুঝে আমরা অ্যাকশনে যাবো। ভেজাল মদের দৌরাত্ম্য বর্তমানে অনেকটা কমে গেছে। আবারো যদি কোনো চক্র সক্রিয় হয়ে ওঠে, তাহলে সাঁড়াশি অভিযান চালানো হবে। এক প্রশ্নের জবাবে এ কে এম হাফিজ আক্তার বলেন, আসল মদের বোতলে ভেজাল মদ ভরে অনলাইনে বিক্রি করে আসছে বেশকিছু চক্র। আমরা এ বিষয়েও নজরদারি বাড়িয়েছি। পাশাপাশি ভেজাল মদে কারো প্রাণহানি ঘটলে সে বিষয়ে তদন্ত করে দায়ীদের খুঁজে বের করবে ডিবি। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ভোরের কাগজকে বলেন, শুধু ভেজাল মদ নয়, নিয়মবহির্ভূত সব ধরনের মদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। বড়দিন ও থার্টিফার্স্ট উপলক্ষে কোনো অসাধু চক্র যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্য আমরা সতর্ক রয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App