টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ১২:২৩ পিএম

টাঙাইল-৭ আসনে কম ভোটার উপস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচন
টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএমএ) ভোটগ্রহণ চলছে।
রবিবার (১৬ জানুয়ারি) সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এ ভোটগ্রহণ একটানা চলবে বিকাল চারটা পর্যন্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এস এম কামরুল হাসান জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ করেছেন প্রতিটি ভোটকেন্দ্রে। পৌরসভার বিভিন্ন ভোটকেন্দ্রে সরেজমিন গিয়ে প্রতিবেদকরা জানতে পেরেছেন, ভোটকেন্দ্রে কদাচিৎ ভোটাররা যাচ্ছেন।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের খান আহমেদ শুভ (নৌকা), জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম জহির (লাঙল), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. গোলাম নওজব পাওয়ার ছৌধরী (হাতুড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম নুরু (মোটর গাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী শ্রী মতি রুপা রায় চৌধুরী (ডাব)।
একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নে মোট ভোটার তিন লাখ ৪০ হাজার ৩৭৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭০ হাজার ৫০১ এবং নারী ভোটার এক লাখ ৬৯ হাজার ৮৭৭ জন।