নারায়ণগঞ্জবাসীর জন্য শেষ দিন পর্যন্ত কাজ করবো: আইভী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ১০:১৪ পিএম

ডা. সেলিনা হায়াৎ আইভী

রবিবার রাতে নারায়ণগঞ্জের নেতাকর্মী পরিবেষ্টিত বিজয়ের ভি চিন্হ দেখাচ্ছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি: ফোকাস বাংলা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে বিজয়ের হ্যাটট্রিক করার পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এ জয় উৎসর্গ করছি আমার নেত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জের জনগণকে, যারা আমাকে ভোট দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের জন্যও এ জয় উৎসর্গ করছি।
আগামী পাঁচ বছর নারায়ণগঞ্জবাসীর জন্য অক্লান্ত পরিশ্রম করতে চাই। তাদের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই। সব ধরনের বাধা-বিপত্তি উপেক্ষা করে তাদের জন্য আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাবো।
রবিবার (১৬ জানুয়ারি) রাতে ভোটের প্রাথমিক ফলে বিজয় নিশ্চিত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান তিনি।
নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংবাদ সম্মেলনে আইভী বলেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি নেত্রীর প্রতি, যিনি আমার হাতে নৌকা তুলে দিয়েছেন, আমার দলের প্রতি, যারা আস্থা নিয়ে আমার সঙ্গে কাজ করেছেন, জনসাধারণ, আমার ভোটার ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা, যারা নিজের জীবন বাজি রেখে আমার জন্য কাজ করেছেন, তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা।
উল্লেখ্য, ১৯২টি কেন্দ্রে আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।