গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা দরকার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪২ পিএম

ইকবাল সোবহান চৌধুরী
সময় বদলাচ্ছে। বদলাচ্ছে প্রযুক্তি। সেই সঙ্গে বদলে যাচ্ছে গণমাধ্যমও। নতুন বাস্তবতায় নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি গণমাধ্যম। ঝুঁকি এড়াতে গণমাধ্যমকে আরো তথ্যপ্রযুক্তিনির্ভর হওয়ার পরামর্শ বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বদের। সাক্ষাৎকার নিয়েছেন ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার ঝর্ণা মনি।
ভোরের কাগজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্পৃক্ত মালিকপক্ষ, সম্পাদক, সাংবাদিক, কর্মী সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। সেই সঙ্গে ভোরের কাগজের সুবিশাল পাঠকদেরও শুভেচ্ছা। একটি পত্রিকার ৩০ বছর পার করা বড় অর্জন। একদিনের জন্যও প্রকাশনা বন্ধ রাখেনি ভোরের কাগজ- এটি বিরাট ব্যাপার। অনেক সংকটের মধ্য দিয়েও প্রকাশনা অব্যাহত রেখেছে, এজন্য ধন্যবাদ।
বর্তমান কোভিড সংকটে প্রিন্ট মিডিয়া বিভিন্ন সংকটের মুখোমুখি। এর পাঠক চাহিদা দিন দিন কমে যাচ্ছে। বিজ্ঞাপন কমে যাচ্ছে। সরকারি বিজ্ঞাপন কমে গেছে। এর ফলে অনেক ক্ষেত্রে প্রিন্ট মিডিয়ার প্রকাশ অব্যাহত রাখা কঠিন বাস্তবতার সম্মুখীন। এছাড়া বর্তমানে সাংবাদিকদের অধিকার; এটি বিভিন্ন সময় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এক্ষেত্রে সাংবাদিকতা পেশা অব্যাহত রাখা বড় ধরনের ঝুঁকি।
গণমাধ্যমের অবারিত বিকাশ একটি দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। গণমাধ্যম কীভাবে আর্থিক সংকট কাটিয়ে মুক্তভাবে মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা পালন করে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে পারে- সে ব্যাপারে সরকারসহ সব মহলের সহযোগিতা প্রয়োজন। গণমাধ্যম যেন সঠিকভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারে সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা যেমন প্রয়োজন, তেমনি গণমাধ্যমের নিরাপত্তার দিকটি সর্বাগ্রে প্রয়োজন। সাংবাদিকরা যেন ওয়েজ বোর্ডে ঠিকমতো বেতন পান, নিরাপত্তার ব্যবস্থা যেন পান, সেজন্য রাষ্ট্র দায়িত্ব পালন করবে। প্রকাশনা অব্যাহতভাবে টিকিয়ে রাখার দায়িত্ব নিতে হবে।