স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:২২ এএম

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ি কোনাপাড়ায় স্ট্রিল মিলে লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাহীন (২০) মারা গেছে। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিলো।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহীনের শ্বশুর মাহবুবুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আকতার হোসেন (৫০) ও মাইনুদ্দিন (২২)।
তিনি জানান, জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে শাহীনের মৃত্যু হয়েছে। তার বাড়ি পঞ্চগড়ে। স্ত্রী মাহবুবা আক্তারকে নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকত। ছয় মাস আগেই বিয়ে করা শাহীন ক্রেন ড্রাইভার হিসেবে ওই কারখানায় কাজ করত।
দুর্ঘটনার পর পরই তাদের উদ্ধার করে ইনস্টিটিউটে নিয়ে যাওয়া রায়হান জানান, তারা কোনাপাড়ায় শাহরিয়ার স্টিল মিলে কাজ করত। মঙ্গলবার রাত আটটার দিকে তারা তিনজন কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিল। এ সময় হঠাৎ ভাট্টির ভেতর বিস্ফোরণ হয়। এতে ভাট্টিতে থাকা গলিত লোহা তাদের তিনজনের শরীরে ছিটকে পড়ে।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন জানান, শাহীনের শরীরের ৯৫ শতাংশ, মাইনুদ্দিনের ৫৪ ও আক্তারের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থাও আশঙ্কজনক।