সবাইকে নির্বাচনে আনাই বড় চ্যালেঞ্জ: নবনিযুক্ত সিইসি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৬ পিএম
বিএনপিসহ সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনিই বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন নব নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, সামনে বড় চ্যালেঞ্জ হলো বিএনপি’র মতো বড় রাজনৈতিক দলসহ অন্যান্য দলকে নির্বাচনে আনা। নির্বাচনকে সর্বজনীন রূপ দেয়া। আমাদের চেষ্টা থাকবে সবাইকে আস্থায় নেয়া।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর বাংলামোটরে নিজ বাসভবন ওয়ালসো টাওয়ারে দেয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, আরেকটি বিষয় মনে রাখতে হবে নির্বাচন কমিশন এককভাবে নির্বাচন পরিচালনা করে না। অনেকগুলো স্টেকহোল্ডার থাকে। সকলেই যদি সহযোগিতা করেন, রাজনৈতিক পরিবেশ যদি অনুকূল থাকে তাহলে কিন্তু আমাদের সফলতা আসবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন নব নিযুক্ত সিইসি।
কমিশনের সামনের চ্যালেঞ্জ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চ্যালেঞ্জ ছাড়া জীবন হয় না। চ্যালেঞ্জ ফেস করেই এগিয়ে যেতে হবে।