বাসদের প্রথম কংগ্রেস শুরু আগামী শুক্রবার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২২, ০৭:২৮ পিএম

বুধবার রাজধানীর তোপখানা রোডে বাসদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনদিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। ছবি: ভোরের কাগজ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রথম কংগ্রেস শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে। তিনদিনব্যাপী এ কংগ্রেস চলবে আগামী রবিবার পর্যন্ত। সময়মতো আবেদন জানিয়েও সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পাওয়ায়- বাসদের কংগ্রেস রাজধানীর আলাদা তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি।
আজ বুধবার (২ মার্চ) রাজধানীর তোপখানা রোডে বাসদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়েছে। এসময় তিনদিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পাওয়ায় আলাদা তিনটি ভেন্যুতে অনুষ্ঠান আয়োজনের কথা তুলে ধরে এর প্রতিবাদ জানান দলটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে এসে সংবিধানে দেয়া সভা-সমাবেশ-মিছিল-ধর্মঘটের অধিকার কেড়ে নেয়ার প্রতিবাদ জানাচ্ছি। সভা-সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। এই রাষ্ট্রকে পুলিশি রাষ্ট্র বানানো হয়েছে।
খালেকুজ্জামান আরও বলেন, কংগ্রেস উপলক্ষে তিন মাস আগে সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে মাঠ বরাদ্দের জন্য গণপূর্ত অধিদপ্তরে আবেদন করা হলে তারা শর্ত দেয়, পুলিশের অনুমতি পেলেই মাঠ ব্যবহার করা যাবে। দীর্ঘদিন অপেক্ষার পর শেষ মুহূর্তে এসে গত মঙ্গলবার রাতে শাহবাগ থানা থেকে ফোন করে জানানো হয়, বইমেলার নিরাপত্তার কারণে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া যাবে না।
সংবাদ সম্মেলনে বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, রওশন আরা রুশো, জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপনসহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানসূচি
প্রথম দিন শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন শনিবার বেলা তিনটায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘দক্ষিণ এশিয়ায় কমিউনিস্ট আন্দোলন: সংকট, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে জাতীয় ও আন্তর্জাতিক নেতারা অংশ নেবেন।
তৃতীয় দিন রবিবার সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে সম্মেলনে আসা বিভিন্ন দেশ ও বাংলাদেশের বামপন্থী দলগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।