আখাউড়ায় ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০১:০৭ পিএম

সোমবার আখাউড়ায় ট্রেনের টিকিটসহ কালোবাজারি শরিফ আহমেদকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। ছবি : ভোরের কাগজ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের ১০টি টিকিটসহ শরীফ আহমেদ (৩৫) নামের এক চিহ্নিত টিকিট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। আজ সোমবার (৭ মার্চ) সকালে রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। আটক শরীফ পৌরশহরের রাধানগর গ্রামের দুদু মিয়ার ছেলে।
আখাউড়া রেলওয়ে নিরাপত্তাচৌকির সহকারি পরিদর্শক আমিরুল ইসলাম জানান, শরীফ দীর্ঘদিন ধরেই টিকিট কালোবাজারির সাথে যুক্ত। আজ সোমবার সকালে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে টিকিট বিক্রি করার সময় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ২০টি আসনের ১০টি টিকিট জব্দ করা হয়। এ ঘটনায় শরীফের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।