×

জাতীয়

২০ দিনের মধ্যে ডিজিটাল আইনের তথ্য দিতে পুলিশকে নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৪:০৯ পিএম

২০ দিনের মধ্যে ডিজিটাল আইনের তথ্য দিতে পুলিশকে নির্দেশ

তথ্য কমিশন

২০ দিনের মধ্যে ডিজিটাল আইনের তথ্য দিতে পুলিশকে নির্দেশ

তথ্য কমিশন

   

পুলিশের কাছে চাওয়া তথ্য আবেদনকারীকে আগামী ২০ দিনের মধ্যে সরবরাহের আদেশ দিয়েছে তথ্য কমিশন। তথ্য অধিকার আইনে মঙ্গলবার (৮ মার্চ) এ আদেশ দেয়া হয়।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাসংক্রান্ত পরিসংখ্যান চেয়ে বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন মানবাধিকারকর্মী সাদ হাম্মাদি। ডিজিটাল নিরাপত্তা আইনে মোট কত মামলা, কত আসামি এবং কতজন গ্রেপ্তার হয়েছেন, এসব তথ্য প্রকাশ পেলে আইনের প্রয়োগ বাধাগ্রস্ত এবং জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে- এমন আশংকার কথা জানিয়ে তাকে তথ্য দেয়নি পুলিশ।

এ পরিস্থিতিতে সাদ হাম্মাদি অভিযোগ দায়ের করেন তথ্য কমিশনে। গত ১১ জানুয়ারি এর শুনানি করে কমিশন। দুই পক্ষের বক্তব্য শুনে ২ ফেব্রুয়ারি আদেশের দিন ধার্য করা হলেও সেদিন আদেশ দেয়া হয়নি। পরে ২২ ফেব্রুয়ারি শুনানিতে আবেদনকারীর পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত করে পুলিশকে লিখিত প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয়। পরে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়ে কমিশন জানায়, ৮ মার্চ আদেশ দেয়া হবে।

মঙ্গলবার কমিশনের অনলাইন কার্যক্রমে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেন, দুই পক্ষের কথা শুনেছি। অভিযোগকারীর পরিচয় নিয়ে পুলিশের প্রতিবেদন পাওয়া গেছে। দুই পক্ষের বক্তব্য পর্যালোচনা করে কমিশন মনে করছে, অভিযোগকারী যেসব তথ্য চেয়েছেন, সেগুলো তথ্য অধিকার আইনে প্রদানযোগ্য।’

মরতুজা আহমদ আরও বলেন, পুলিশ কর্তৃপক্ষকে যথানিয়মে আগামী ২০ দিনের মধ্যে আবেদনকারীর চাওয়া তথ্য দেওয়ার নির্দেশ দিয়ে অভিযোগ নিষ্পত্তি করা হলো।

কমিশনের অনলাইন কার্যক্রমে হাম্মাদি নিজে এবং বাংলাদেশ পুলিশের পক্ষে আইনজীবী তাইফুল সিরাজ অংশ নেন।

পুলিশের পক্ষে অংশ নেওয়া আইনজীবী তাইফুল সিরাজ সাংবাদিকদের বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App