
প্রিন্ট: ০২ মে ২০২৫, ১১:৫১ পিএম
আরো পড়ুন
যশোরের শার্শায় অস্ত্র ও গুলি সহ ১ জন আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৭, ০১:২৮ পিএম
যশোরের শার্শা উপজেলায় মামুন হোসেন (২৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উপজেলার বাগআঁচড়া এলাকার অগ্রভুলোট গ্রামের জনৈক বাবুলের ঘেরের কুঁড়ে ঘর থেকে বুধবার রাতে তাকে আটক করা হয়।
মামুন শার্শা উপজেলার অগ্রভুলট গ্রামের মাজহারুল ইসলামের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, অস্ত্র ব্যবসায়ী মামুনকে আটক করা হয়েছে।
এ সময় তার শরীর তল্লাশি করে একটি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ডগুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে তার বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
যশোরের শার্শা উপজেলায় মামুন হোসেন (২৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উপজেলার বাগআঁচড়া এলাকার অগ্রভুলোট গ্রামের জনৈক বাবুলের ঘেরের কুঁড়ে ঘর থেকে বুধবার রাতে তাকে আটক করা হয়।
মামুন শার্শা উপজেলার অগ্রভুলট গ্রামের মাজহারুল ইসলামের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, অস্ত্র ব্যবসায়ী মামুনকে আটক করা হয়েছে।
এ সময় তার শরীর তল্লাশি করে একটি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ডগুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে তার বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।