×

জাতীয়

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে রাজপথে সংখ্যালঘুরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০৮:৪৯ পিএম

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে রাজপথে সংখ্যালঘুরা

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দু’লাখ নাগরিকের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি বৃহস্পতিবার শাহবাগ চত্বর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা। ছবি: ভোরের কাগজ

   

আওয়ামী লীগ সরকারের প্রতিশ্রুতি অঙ্গীকারগুলো পূরণ না হওয়ায় রাজপথে নেমেছেন সংখ্যালঘু নেতারা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে ২৬টি সংগঠন আজ বৃহস্পতিবার সারাদেশে রাজপথে নেমে সমাবেশ করে প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি দিয়েছে। এতে তারা বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন না হলে আগামী দেড়বছরে আরো কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।

শাহাবাগে এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রাণা দাশগুপ্ত। এতে উপস্থিত ছিলেন, ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির তিনজন সভাপতি ঊষাতন তালুকদার, ড. নিম চন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিওসহ সংগঠনের অনান্য সদস্যরা।

এতে ঊষাতন তালুকদার বলেন, একজন নীতিবান আদর্শ লোক কথা দিলে কথা রাখেন। গত নির্বাচনকালে আওয়ামী লীগ কথা দিয়ে তা এখনও বাস্তবায়ন করে নাই। আমরা আশা রাখবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে আগামী নির্বাচনের পূর্বে তারা যে কথা দিয়েছিল সেটার বাস্তবায়ন করবে।

লিখিত বক্তব্যে রানা দাশগুপ্ত বলেন, দেশের স্বাভাবিক সময়ে ত বটেই, করোনা অতিমারী দুর্যোগনয় পরবর্তী পরিস্থিতিতেও ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও আদিবাসীদের বাড়িঘরে হামলা ও জখম, তাদের জমিজমা এমনকি দেবোত্তর সম্পত্তিও জবরদখল ও জবরদখলের অপচেষ্টা, ধর্ম অবমাননার মিথ্যা গুজব ছড়িয়ে নিরীহ জনগণকে নানাভাবে হয়রানি ও তাদের উপাসনালয়ে হামলার ঘটনা নানা স্থানে ঘটে চলেছে। বিগত দেড়-দুই বছরে সাতীরা, পটুয়াখালী, মৌলভীবাজার, মাগুরা, জামালপুর, চট্টগ্রামের সাতকানিয়া, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, ভোলা, সুনামগঞ্জের শাল্লা এমনকি বিগত বছরের অক্টোবর মাসের শারদীয় দুর্গোৎসবের অষ্টমীর দিন ও তৎপরবর্তীতে নানা স্থানে কুচক্রী সাম্প্রদায়িক মহলের এ ধরণের হামলা ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ধারাবাহিকভাবে ঘটে চলছে। আমরা ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই।

রানা দাশগুপ্ত আরও বলেন, সংখ্যালঘু জনজীবনে বিরাজিত বহুমুখী সংকট থেকে উত্তরণে বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগ বেশ কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তবায়ন চাই। প্রতিশ্রুতি গুলো হলো - অনতিবিলম্বে সংখ্যালঘু সুরা আইন প্রণয়ন করা, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করা, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের যথাযথ বাস্তবায়ন সমতল করা, আদিবাসীদের জন্য পৃথক ভূমি আইন প্রণয়ন এবং সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা হউক। দু’লাধিক জনগণের স্বার সম্বলিত এ স্মারকলিপি গ্রহণ করে এতে বর্ণিত দাবিগুলো যথাযোগ্য বিবেচনায় নিয়ে তা অনতিবিলম্বে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App