×

জাতীয়

এবার হালাল সার্টিফিকেট দিচ্ছে বিএসটিআই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ০৯:১১ পিএম

এবার হালাল সার্টিফিকেট দিচ্ছে বিএসটিআই

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)

   

এবার মান সনদ প্রদানের পাশাপাশি হালাল সার্টিফিকেট দিতে শুরু করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (১১ এপ্রিল) সেই কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে হালাল সনদ দেওয়া হয় অলিম্পিক ইন্ডাস্ট্রিজকে।

অলিম্পিকের ৩টি প্রতিষ্ঠানের ৯টি পণ্যের অনুকূলে হালাল সনদ দেয় বিএসটিআই। সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক ড. নজরুল আনোয়ার। তিনি বলেন, বিএসটিআই পণ্যের অনুকূলে হালাল সার্টিফিকেট প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হালাল সংক্রান্ত বিষয়ে তথ্য প্রকাশ করেছে বিএসটিআই। সেখানে জানানো হয়েছে, তিনটি আন্তর্জাতিক মানকে গ্রহণ করে পণ্যের হালাল সনদ প্রদান করবে বিএসটিআই। ওআইসিভুক্ত দেশগুলোর হালাল মানসনদ বিষয়ক সংস্থার সদস্য হিসেবে এবং দেশীয় পণ্যের রপ্তানি সম্প্রসারণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

হালাল সার্টিফিকেট প্রদান প্রক্রিয়ায় বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, প্রাণিসম্পদ অধিদফতর, কৃষি সম্প্রসারণ অধিদফতর, মৎস্য অধিদফতর, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর, এফবিসিসিআই, বিসিআই, ডিসিসিআই, ক্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ, আলিয়া ও কওমি মাদ্রাসার বিশেষজ্ঞ প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন।

এ প্রক্রিয়ায় ব্যবসায়ীরা ওয়ানস্টপ পয়েন্ট থেকে পণ্যের মান সনদ ও হালাল সার্টিফিকেট পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App