হাতিরঝিল ব্রিজ থেকে লাফিয়ে পড়ে প্রেমিকের আত্মহত্যা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ০২:৪০ পিএম

হাতিরঝিল। ফাইল ছবি
রাজধানীর হাতিরঝিল লেক থেকে বজলু মিরাজ রাজ (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রেমিকার সঙ্গে মনোমালিন্য হওয়ায় রাতে হাতিরঝিল ব্রিজ থেকে পানিতে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন তিনি।
শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, শুক্রবার দিবাগত রাতে মহানগর প্রজেক্ট সংলগ্ন ব্রিজ থেকে হাতিরঝিল লেকে ঝাঁপিয়ে পড়েন ওই যুবক। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, রাজ মিরপুর থাকে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল তার। প্রেমিকার সঙ্গে মনোমালিন্য হওয়ায় রাতে হাতিরঝিল ব্রিজ থেকে পানিতে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন তিনি। তবুও বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।
পারিবারিক সূত্র জানিয়েছে, তার বাবার নাম বি. জামান চৌধুরী। মিরপুর ১২ নম্বর সেকশনের, সি ব্লক, রোড ৪, ৪০ নম্বর বাসায় থাকতেন। এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো এবং তার সঙ্গে মনোমালিন্য হওয়ার কারণেই তিনি আত্মহত্যা করেছেন।