তেঁতুলতলা মাঠে আবারও প্রাণের স্পন্দন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৪:২৪ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পেয়েই রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে খেলাধুলা শুরু করেছে শিশুরা। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ওই মাঠে কোনো স্থাপনা হবে না বলে নির্দেশ দেন তিনি।
খেলার মাঠে থানার নির্মাণ কাজ বন্ধের দাবিতে আন্দোলনকারী সৈয়দা রত্না বলেন, আমার খুবই ভালো লাগছে। বাচ্চাদের খেলার ব্যবস্থা করে দিতে পেরে আমি খুব খুশি। প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ।
বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জায়গাটির পুলিশকে অধিগ্রহণ করে দেয়া হয়েছে, তাই এ জায়গা পুলিশেরই থাকবে। এ সংবাদ প্রচারের পরে প্রতিবাদকারীদের মধ্যে আনন্দ নেমে আসে।
গত ২৫ এপ্রিল তেঁতুলতলা মাঠে থানা নির্মাণের প্রতিবাদ করেন সৈয়দা রত্না ও তার কিশোর ছেলে। এ ঘটনায় কোনো কারণ ছাড়াই তাদের দুজনকে দীর্ঘ সময় থানায় আটকে রাখে পুলিশ। এ ঘটনা দেশব্যাপী ব্যাপক আলোচিত হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে প্রতিবাদকারীদের কয়েক দফা বৈঠক হয়।