মেডিকেল টেকনোলজিস্ট কম তৈরির সুপারিশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২২, ০৫:১৬ পিএম

প্রতীকী ছবি
মেডিকেল ফিজিসিস্টের পরিপূর্ণ কোর্স চালুসহ দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে।
বুধবার (১৫ জুন) জাতীয় সংসদে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
স্থায়ী কমিটির ১২তম বৈঠক কমিটির সভাপতি আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ইকবালুর রহিম, মো. হাবিবে মিল্লাত, মো. শফিকুল আজম খাঁন, মো. মোজাফফর হোসেন, মো. আক্তারুজ্জামান, বেগম শিরীন আহমেদ এবং মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়ারফেস ওসমান অংশগ্রহণ করেন।
বৈঠকে চলতি অধিবেশনে উত্থাপিত ‘বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) বিল, ২০২২’ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বৈঠকে দেশের হাসপাতাল গুলোতে টেকনোলজিস্ট স্বল্পতার কথা তুলে টেকনোলজিস্ট তৈরিতেও জন্য ট্রেনিং কার্যক্রম দ্রুত চালুর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের বলেছে কমিটি।
বৈঠকে মন্ত্রণালয়ে চলমান সকল প্রকল্পগুলো কমিটি কর্তৃক সরেজমিনে পরিদর্শনের জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।