অনলাইনে কেনা কোরবানির পশু পছন্দ না হলে টাকা ফেরত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২২, ০৫:২৬ পিএম

ডিজিটাল পশুর হাট ওয়েবসাইট

বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তরের এক সভায় বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। ছবি: ভোরের কাগজ

রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তরের সভা অনুষ্ঠিত হয়। ছবি: ভোরের কাগজ
অনলাইনে কেনা কোরবানির পশু পছন্দ না হলে এবার টাকা ফেরত পাবেন ক্রেতা। আগামী ১ জুলাই থেকে ডিজিটাল পশুর হাট শুরু হলে এ সুযোগ পাওয়া যাবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তরের এক সভায় এ তথ্য নিশ্চিত করেন তিনি।
[caption id="attachment_355757" align="aligncenter" width="700"]

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল পশুর হাটে পশুর মোটাতাজা ছবি আপলোড করে ক্রেতাকে আকৃষ্ট করে বিক্রয় করা হলো, কিন্তু কেনার পর সরবরাহ করা পশুর সঙ্গে অনলাইনে আপলোড করা পশুর মিল না থাকলে, ক্রেতা ক্রয়াদেশ বাতিল করে টাকা ফেরত নিতে পারবেন।