‘জেমস বন্ড’ গরু কেনা যাবে ৪০ লাখ টাকায়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২২, ১২:০০ এএম

‘ক্যান্ডি’ নামের গরু। ছবি: সংগৃহীত
বছর ঘুরে এসেছে ঈদুল আজহা। এরই মধ্যে কোরবানির এই ঈদ নিয়ে পরিকল্পনা শুরু হয়ে গেছে। প্রান্তিক কৃষক এবং খামারিরা কোরবানির ঈদকে সামনে রেখে গবাদিপশুর যত্ন নেয়া শুরু করেছেন।
এদিকে, রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ গবাদিপশুর খামার সাদিক এগ্রো ঈদকে সামনে রেখে প্রায় দেড় হাজার গরু লালন-পালন করেছে। এসব গরুর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো ‘জেমস বন্ড’। যা কেনা যাবে ৪০ লাখ টাকায়। পাশাপাশি আমেরিকান ব্রাহমা জাতের গরুটির জন্য ৩০ লাখ টাকা হাঁকানো হয়েছে।
এছাড়া ‘ক্যান্ডি’ নামের ব্রাফোর্ড জাতের একটি গরু, তারও বেশ ভালো মানের দাম হেঁকেছেন বেপারিরা।
‘জেমস বন্ড’ গরুর বিষয়ে সাদিক এগ্রোর সিনিয়র সেলস অ্যান্ড মার্কেটিং ইনচার্জ মাইদুল ইসলাম বলেন, তাদের খামারেই আছে বাংলাদেশের সবচেয়ে বড় দেশি গরুটি। দেশের সবচেয়ে বড় গরু হওয়ায় তারা এই গরুর নাম দিয়েছেন প্রেসিডেন্ট।