রাত থেকে দুই দিন বন্ধ থাকবে ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২২, ০১:২৯ পিএম

ডেসকো প্রিপেইড মিটার
আজ বৃহস্পতিবার রাত দশটা থেকে ২ জুলাই রাত বারোটা পর্যন্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) প্রিপেইড মিটার রিচার্জ কার্যক্রম বন্ধ থাকবে। ডেসকোর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেসকোর সম্মানিত প্রিপেইড গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৃহস্পতিবার রাত ৯টা ৫৯ মিনিট থেকে ২ জুলাই রাত এগারোটা ৫৯ মিনিট পর্যন্ত কারিগরি উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে বিধায় ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জ কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখিত সময়ে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের নিশ্চিত করতে সম্মানিত গ্রাহকবৃন্দকে মিটারে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখতে এবং যেকোনো প্রয়োজনে ১৬১২০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। সাময়িক অসুবিধার জন্য ডেসকো আন্তরিকভাবে দুঃখিত।