মিয়ানমারে ব্রিটেনের বিনিয়োগ দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২২, ১২:৪২ পিএম
মিয়ানমার গণহত্যাকারী হওয়া সত্ত্বেও গত চার বছরে দেশটিতে ব্রিটেন দুই হাজার ৩০০ কোটি ডলার বিনিয়োগ করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এটা আমাদের জন্য দুঃখজনক।
আজ শনিবার (৯ জুলাই) সিলেটের বাইশটিলা এলাকার সিলেট জেলা যুবলীগের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ ও ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এ সময় বিশ্ব পরিস্থিতি এবং তাতে বাংলাদেশের অবস্থান নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ড. মোমেন বলেন, ইউরোপের মধ্যে প্রথম দেশ হিসেবে ব্রিটেনই বাংলাদেশকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সমর্থন দিয়েছিল। তাদের দেশের রাজনীতিতে যা হচ্ছে তা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু সেই দেশই যখন গণহত্যাকারী হওয়া সত্ত্বেও মিয়ানমারে বিনিয়োগ করে, তখন তা খুবই দুঃখজনক।
বৈশ্বিক রাজনীতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, উন্নয়ন ও অর্থনীতির বিকাশের জন্য স্থিতিশীল বিশ্ব প্রত্যাশা করে বাংলাদেশ। এক দেশের অস্থিতিশীলতার প্রভাব অন্য দেশগুলোতেও পড়বে।