নড়াইলে সাম্প্রদায়িক হামলা: তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ০৪:০৭ পিএম
নড়াইলের লোহাগড়া উপজেলায় ফেসবুক পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ তুলে সেখানকার হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়ি, দোকান ও মন্দিরে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) নড়াইলের কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের রিটে সম্পূরক এ আবেদন করা হয়।
আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান এ আবেদন করেন।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন।
গত ৩০ জুন ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইলের কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট দায়ের করা হয়। আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট পূর্ণিমা জাহান এ রিট দায়ের করেন। আদালতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন ওই আইনজীবী পূর্ণিমা জাহান।
তখন হাইকোর্ট বলেন, আপনারা রিট আবেদন নিয়ে আসুন, আমরা শুনব।