সেই শিশুর মা-বাবাকে হত্যাকারী ট্রাকচালক গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ১১:২৮ এএম

মায়ের পেট ফেটে জন্ম নেয়া সেই শিশু। ছবি: ভোরের কাগজ
ময়মনসিংহের ত্রিশালে যে ট্রাকচাপায় শিশুসন্তানসহ এক দম্পতি নিহত হয়েছিলেন, মৃত্যুর আগ মুহূর্তে মায়ের পেট ফেটে বেরিয়ে এসেছিল এক শিশু, সেই ট্রাকচালক রাজু আহমেদ শিপনকে গ্রেপ্তার করেছে র্যাব।
ঢাকার সাভার এলাকা থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪ ময়মনসিংহ সদর দপ্তরের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয়।
তিনি বলেন, এই ঘটনা নিয়ে এখন দেশব্যাপী আলোচনা চলছে। ঘটনার পর থেকেই র্যাবের গোয়েন্দা শাখা নজরদারি বাড়ায়। এর ধারাবাহিকতায় রাতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে ট্রাকচালক শিপনকে গ্রেপ্তার করে র্যাবের একটি অভিযাত্রিক দল।
এর আগে শনিবার বিকেলে তিনজনকে চাপা দেয়ার ঘটনায় পুলিশ ট্রাকটিকে জব্দ করতে পারলেও তাৎক্ষণিকভাবে পালিয়ে যান চালক। নিহত জাহাঙ্গীর আলমের বাবা অজ্ঞাত আসামি করে মামলার পর পুলিশ চালককে খুঁজলেও তার পরিচয় পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে সেই শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়া হয়েছে। জন্ডিসের মাত্রা বেড়ে যাওয়ায় শিশুটিকে ফটো থেরাপি দেয়া হচ্ছে।