নির্বাচনকালীন সর্বদলীয় সরকার চায় জাতীয় পার্টি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২২, ১২:৫৪ পিএম

বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির সঙ্গে সংলাপ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি: ভোরের কাগজ
জাতীয় নির্বাচনের আগে সব দলের সমন্বয়ে একটা নির্বাচনকালীন সরকার ব্যবস্থার সুপারিশ করেছে জাতীয় পার্টি।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে দলের চেয়ারম্যান ড. এম এ মুকিতের নেতৃত্বে ১৫ সদস্যের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে অংশ নিয়ে এ সুপারিশ করেন। এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এছাড়া, দলের অন্য দাবিগুলোর মধ্য রয়েছে, ইভিএম বাদ দিয়ে ব্যালটে ভোটদান, বিভাগওয়ারী একেক দিনে ভোট করা, সংখ্যালঘুরা ভোটের আগে, পরে যাতে নির্যাতিত বা নিপীড়িত না হয় সেদিকে বিশেষ নজর দেয়া, না-ভোটের ব্যবস্থা রাখাসহ একগুচ্ছ দাবি।
জাতীয় পার্টির নেতাদের উদ্দেশে সিইসি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে ইসি। তবে যেসব দাবি রাজনৈতিক বা সাংবিধানিক সেগুলো সরকারের সঙ্গে আলোচনা করা উচিৎ।