৬ দফা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রনি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ০৮:০৪ পিএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন রনি। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছেন রেলের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলনরত ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
সোমবার (২৫ জুলাই) বিকেলে তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এটি গ্রহণ করেন।
তিনি বলেন, মহিউদ্দিন রনি রেলের অব্যবস্থাপনা নিয়ে একটি স্মারকলিপি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর দিয়েছেন। আমরা তাকে আশ্বস্ত করতে চাই, আমরা এটি আমাদের নেত্রী বরাবর পৌঁছে দেব।
স্মারকলিপি দেয়ার পর রনি সাংবাদিকদের বলেন, আমার আন্দোলনের অংশ হিসেবেই প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিলাম। রেলের অব্যবস্থাপনা নিয়ে আমার এবং সারাদেশের মানুষের পক্ষে ৬ দফা দাবি যেন অবিলম্বে বাস্তবায়ন করা হয়। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে পড়লে এসব দাবির বাস্তবায়ন হবে।
গত ৭ জুলাই রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে ৬ দফা দাবি নিয়ে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর স্টেশনে অবস্থান নেন মহিউদ্দিন রনি। ১৩ দিন তিনি সেখানে অবস্থান করেন।
শুরুতে একা আন্দোলনে নামলেও পরে তার বন্ধু, সহপাঠীসহ আরও বেশ কয়েকজন শিক্ষার্থীও তাতে অংশ নেন।
রনি ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
এদিকে সহজ ডটকমের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগও করেন রনি।
অভিযোগের প্রমাণ পাওয়ায় বুধবার (২০ জুলাই) এক শুনানিতে সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। এ জরিমানার ২৫ শতাংশ অর্থ পাবেন ভুক্তভোগী রনি।
ওইদিনই তিনি রেলপথ মন্ত্রণালয়ের মহাপরিচালকের হাতে তার ৬ দফা দাবির সপক্ষে স্মারকলিপি দিয়ে এসব দাবি বাস্তবায়নে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। তবে তার দাবির বিষয়ে কোনো ব্যবস্থা না নেয়ায় আবারও কমলাপুর রেলস্টেশনে অবস্থান নেনে তিনি। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অবস্থান নেন।