বস্তা বস্তা অর্থ নির্বাচনে ব্যয় কিভাবে নিয়ন্ত্রণ করবো: সিইসি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ০৩:৫৪ পিএম

মঙ্গলবার সিইসি ও ইসিদের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাদের সংলাপ। ছবি: ভোরের কাগজ

মঙ্গলবার সিইসি ও ইসিদের সঙ্গে সংলাপে বসে বিকল্পধারা বাংলাদেশ। ছবি: ভোরের কাগজ
সব আসনে ইভিএম চায় বিকল্পধারাসিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আপনারা নির্বাচনে অর্থশক্তির ব্যবহার সামাল দিতে বলছেন, কিন্তু অর্থশক্তিকে আমরা কীভাবে সামাল দেবো? আপনারা আমাকে একটা বুদ্ধি দেন। দেশে অর্থ বেড়েছে। আমাদের সবার বাড়িতে বস্তা বস্তা টাকা। বস্তা বস্তা অর্থ আমরা নির্বাচনে ব্যয় করি। এই অর্থ নিয়ন্ত্রণ করবো কীভাবে?’ মঙ্গলবার (২৬ জুলাই) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে সংলাপকালে সিইসি এসব কথা বলেন। তিনি এ সময় ভোটে অর্থশক্তির ব্যবহার বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান। [caption id="attachment_359878" align="aligncenter" width="700"]
