×

জাতীয়

চলতি মাসেই কিউআর কোডের নতুন জ্যাকেট পাচ্ছে ডিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ০৯:২৮ পিএম

   
হুবহু গোয়েন্দা (ডিবি) পুলিশের পোশাক পরিধান করে বিভিন্ন সময়ে নানা অপকর্ম করে আসছে নকল ডিবি। মানুষকে ফাঁদে ফেলার অভিযোগেরও শেষ নেই। তাই কিউআর কোড সম্বলিত নতুন জ্যাকেট দেয়া হচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যদের। এতে কিউআর কোড স্ক্যান করলেই বুঝা যাবে, আসল নাকি নকল ডিবি। চলতি মাসেই এ পোশাক সরবরাহ করা হবে। জানা যায়, কর্মকর্তাদের তথ্য আগে থেকেই জমা থাকবে ডিবির নিজস্ব সার্ভারে। মোবাইল অ্যাপ দিয়ে সদস্যের কিউআর কোড স্ক্যান করলেই তাদের পরিচয় চলে আসবে। আর যদি কোন ভুয়া ডিবির পোশাকের কোড স্ক্যান করা হয় তাহলে ‘ইনভ্যালিড কিউআর কোড’ নামে একটি বার্তা দেখা যাবে। সব সদস্যকে পৃথক কোড সংযুক্ত করে এ জ্যাকেট দেয়া হবে। ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বর্তমানে ডিএমপির ডিবি পুলিশ যে জ্যাকেট পরিধান করে অভিযান চালাচ্ছে তা বেশ পুরোনো। দীর্ঘ দিন ধরে এ জ্যাকেট ব্যবহারের ফলে অনেক প্রতারক চক্র বাইরে থেকে এটি তৈরি করে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহার করে। অনেক সময় মানুষকে ফাঁদে ফেলারও অভিযোগ পাওয়া যায়। বিভিন্ন সময় জ্যাকেটটির হুবহু কপি ভুয়া ডিবি সদস্যদের কাছে পাওয়া গেছে। ভবিষ্যতে কেউ যেন এভাবে প্রতারণার শিকার না হতে হয়, সেজন্য ডিবিতে সংযোজন করা হচ্ছে নতুন জ্যাকেট। কিউআর কোড ছাড়াও পোষাকে এমন কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা থাকছে, যার ফলে জ্যাকেটটি জালিয়াতি করা অসম্ভব হবে। চলতি মাসেই এ পোশাক ডিবি পুলিশ সদস্যদের মধ্যে সরবরাহ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App