মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ০৯:৩৮ এএম

বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলে টিনশেড প্যাকেজিং কারখানায় আগুনের সূত্রপাত হলে তা নেভানোর কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত
রাজধানীর মাতুয়াইলের একটি টিনশেড প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
মাতুয়াইল কলেজ রোডের কোনাপাড়ার ওই কারখানায় বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাতটা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ঘটনা প্রসঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, আগুন লাগার পরপরই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। নির্বাপণের কাজ চলমান আছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।