খালেদা জিয়া কার্যালয়ে বসবেন শনিবার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০১৭, ১২:৩১ পিএম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিন মাস ছয় দিন পর শনিবার রাত ৮টায় তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অফিস করবেন।
দলের নেতা-কর্মী ও গুলশান কার্যালয়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন বলে জানা গেছে। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তার সঙ্গে সাক্ষাৎ করবেন।
চিকিৎসার জন্য গত ১৫ জুলাই খালেদা জিয়া লন্ডন যান। সেখানে ৯৪ দিন অবস্থানের পর গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। পরে গত বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আদালত এক লাখ টাকা মুচলেকায় তার জামিন দিয়ে বলেছেন, অনুমতি ছাড়া দেশের বাইরে যাওয়া যাবে না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'চেয়ারপারসন লন্ডন থেকে দুই দিন আগে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন।'
দলের সাংগঠনিক বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কি-না জানতে চাইলে তিনি জানান, চেয়ারপারসন কার্যালয়ে নিয়মিত বসা শুরু করলে দলের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক হলে দলের সব বিষয়ে আলোচনা হবে।
শনিবার রাত ৮টায় গুলশান কার্যালয়ে বসবেন খালেদা জিয়া। কার্যালয়ে যাওয়ার পর রাতে দলের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশাজীবী তার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।