‘এই দেখেন আপনাদের দেয়া বালা পরে আছি’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০১:০৯ এএম

হাতের বালা দেখিয়ে চা-শ্রুমকিদের বলেন, আপনাদের দেয়া উপহার অমূল্য সম্পদ। ছবি: পিএমও

হাতের বালা দেখিয়ে তিনি বলেন, এই দেখেন আমি আপনাদের দেওয়া বালা পরে আছি। ছবি: পিএমও
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের উদ্দেশ করে বলেছেন, আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে আমি দেখা করেছি, আপনারা আমার কাছে এসেছিলেন, আমাকে উপহার দিয়েছিলেন। আপনাদের দেওয়া হাতের দুটি বালা আমার কাছে অমূল্য সম্পদ।
হাতের বালা দেখিয়ে তিনি বলেন, এই দেখেন আমি আপনাদের দেয়া বালা পরে আছি।
[caption id="attachment_365722" align="aligncenter" width="1440"]
হাতের বালা দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই দেখেন আমি আপনাদের দেওয়া বালা পরে আছি। ছবি: পিএমও[/caption]
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগান খেলার মাঠে শনিবার (৩ আগস্ট) বিকালে জেলার ৪১টি চা বাগানের প্রায় ৫ হাজার চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় চা বাগানের সুমনা পাইনকাসহ দুজন নারী চা শ্রমিক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং চা শ্রমিকদের মজুরি বাড়ানো এবং তাদের নানা প্রকার ভাতা দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
চা শ্রমিক সুমনা পাইনকা চা শ্রমিকদের ভোটার করে দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া এবং নানা সুবিধা দেওয়ায় বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, চা শ্রমিকদের প্রত্যেকের জন্য আমি ঘর তৈরি করে দেব এবং তাদের উন্নয়নে যা যা করা দরকার তাই করা হবে। এ সময় তিনি আরও বলেন, কোনোভাবেই চা শিল্পকে ধ্বংস হতে দেব না।
